দিন দুয়েক বিরতির পর আবারও বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ। টানা বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে নিম্নচাপটি রয়েছে ছত্তিসগঢ়ে, যার প্রভাবে আগামী দু’দিন অর্থাৎ আজ ও কাল পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টি হবে।
আজ, শনিবার, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বইতে পারে। তবে, হাওড়া ও হুগলি জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে।
রবিবারও দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং আবহাওয়ার উন্নতি হবে। তবে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
উত্তরবঙ্গেও শনিবার দুপুর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং-সহ উপরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো বাতাস বইতে পারে। এই জেলাগুলোতে শনিবার বিকেল থেকে বৃষ্টি কিছুটা কমবে, কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
সব মিলিয়ে, এই দু’দিন বৃষ্টির কারণে উৎসবের মরশুমে কেনাকাটার আগে আবহাওয়ার খবর জেনে বেরোনো বুদ্ধিমানের কাজ হবে।