SIR-কে সমর্থন জানিয়ে ফের ফুঁসলেন শুভেন্দু, ‘অনুপ্রবেশকারীরা বাংলা ছেড়ে পালান’, তৃণমূলকে বেলাগাম আক্রমণ

জাতীয় নির্বাচন কমিশনের ঘোষিত এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া নিয়ে রাজ্য-রাজনীতিতে তীব্র বিতর্ক অব্যাহত। এই আবহে নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের শাসকদল তৃণমূল কংগ্রেসকে (TMC) বেলাগাম আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এসআইআর-এর বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আগামী ৪ নভেম্বরের প্রতিবাদ মিছিলকে তিনি চরম কটাক্ষ করে মন্তব্য করেন।

শুভেন্দুর কটাক্ষ: ‘৫০% SIR হলেই তৃণমূল শেষ’
শুভেন্দু অধিকারী দাবি করেন, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যদি ভোটার তালিকা থেকে ৫০ শতাংশ অবৈধ ভোটারের নাম বাদ যায়, তবে তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে নির্বাচনে হেরে যাবে। তাঁর কথায়, তৃণমূলের এই প্রতিবাদ কর্মসূচি আসলে বেআইনি অনুপ্রবেশকারী ভোটব্যাঙ্ককে বাঁচানোর জন্য এক মরিয়া চেষ্টা।

“এসআইআর-এর বিরুদ্ধে তৃণমূলের মিছিল নিছকই নাটক। কারণ তারা জানে, যদি ৫০ শতাংশও এসআইআর হয়, তাহলে তৃণমূল আর ক্ষমতায় ফিরতে পারবে না।”

তাঁর ইঙ্গিত, শাসকদল অনুপ্রবেশকারীদের ভোট নির্ভর করেই নির্বাচনে জেতার স্বপ্ন দেখে।

অনুপ্রবেশকারীদের প্রতি চূড়ান্ত বার্তা
এর পাশাপাশি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবারও অনুপ্রবেশকারীদের প্রতি কড়া বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানান, যারা বেআইনিভাবে এ রাজ্যে বসবাস করছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং তাদের ভোটাধিকার থাকবে না। এই ধরনের মানুষদের অবিলম্বে রাজ্য ছেড়ে পালানোর পরামর্শও তিনি দেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসআইআর প্রক্রিয়া এবং অনুপ্রবেশকারী ইস্যুটি আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপি একটি বড় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তৃণমূলের প্রতিবাদ মিছিলের আগেই শুভেন্দু অধিকারীর এই আক্রমণাত্মক মন্তব্য রাজ্যের রাজনৈতিক উত্তাপকে বহুগুণ বাড়িয়ে দিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy