SIR-এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন! বুথ লেভেল এজেন্ট নিয়োগে তৃণমূল সহ বেশিরভাগ দলের চরম অনীহা

আগামী ৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর কাজ। নিয়ম অনুযায়ী, এই সময় বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে যখন ভোটার তালিকা যাচাই করবেন, তখন রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টরা (BLA 2) উপস্থিত থাকতে পারেন। কিন্তু নির্বাচনী সূত্রে জানা যাচ্ছে, এই এজেন্ট নিয়োগের ক্ষেত্রে রাজ্যের অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যেই চরম অনীহা দেখা দিয়েছে।📊 কোন দলের কতজন BLA?নির্বাচন কমিশন সূত্রে খবর, গত ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যের কোনও রাজনৈতিক দলই মোট বুথের ১০ শতাংশের বেশি বুথ লেভেল এজেন্টের নাম কমিশনে জমা দিতে পারেনি। এই অনীহা বিশেষ নিবিড় সমীক্ষার স্বচ্ছতা নিয়ে কমিশনের মাথাব্যথা বাড়াচ্ছে।রাজনৈতিক দলজমা দেওয়া BLA-র সংখ্যাবিজেপি৭,৯১২ জনসিপিএম৬,১৭৫ জনতৃণমূল কংগ্রেস২,৩৪৯ জনকংগ্রেস১,২৫৫ জনফরওয়ার্ড ব্লক৬৪৯ জনসবচেয়ে উদ্বেগের বিষয় হল, রাজ্যের তিনটি স্বীকৃত রাজনৈতিক দল এখনও পর্যন্ত একজন বুথ লেভেল এজেন্টের নামও দেয়নি।❓ কেন এই অনীহা?যদিও নিয়ম অনুযায়ী বিএলও-দের সঙ্গে বুথ লেভেল এজেন্ট থাকা বাধ্যতামূলক নয়, তবুও ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে যাতে কোনো পক্ষ পক্ষপাতের অভিযোগ না তুলতে পারে, সেই কারণেই কমিশন রাজনৈতিক দলগুলিকে এজেন্ট পাঠানোর পরামর্শ দিয়েছিল।কিন্তু ৪ নভেম্বর থেকে যখন বিএলও-রা গণনা ফর্ম নিয়ে প্রত্যেক বাড়িতে যাবেন, তখন এত বড় অংশের রাজনৈতিক প্রতিনিধি অনুপস্থিত থাকলে সেই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসনিক মহল। বিশেষ করে যখন রাজ্যের প্রধান দুই দল তৃণমূল এবং বিজেপি এসআইআর নিয়ে একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছে, তখন তৃণমূলের পক্ষ থেকে মাত্র ২,৩৪৯ জন এজেন্টের নাম জমা দেওয়া রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy