জাতীয় নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক ময়দানে এবার সরাসরি দ্বন্দ্বে নামছে তৃণমূল ও বিজেপি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই প্রক্রিয়ার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে র্যালির সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক তখনই তার বিরুদ্ধে পাল্টা র্যালির সিদ্ধান্ত ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর পাল্টা কৌশল
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার আড়ালে বিজেপি আসলে নাগরিকপঞ্জি (NRC) লাগু করার চেষ্টা করছে এবং রাজ্যের বৈধ নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে। এই ভীতি দূর করতেই তৃণমূলের র্যালি।
অন্যদিকে, শুভেন্দু অধিকারী তৃণমূলের এই কর্মসূচির বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, মমতা-অভিষেক যেখানেই র্যালি করবেন, তার কাছাকাছি বা একই সময়ে বিজেপিও পাল্টা র্যালি করবে। এর মাধ্যমে তিনি ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া যে সম্পূর্ণ বৈধ এবং প্রয়োজনীয়, সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন।
মমতা-অভিষেককে চরম আক্রমণ
পাল্টা র্যালির সিদ্ধান্তের পাশাপাশি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চরম আক্রমণ শানিয়েছেন। তাঁর অভিযোগ, তৃণমূল এই প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে ব্যাহত করছে।
শুভেন্দু বলেন:
“ওঁরা জানেন, যদি ভোটার তালিকা পুরোপুরি শুদ্ধ হয়, তবে বহু অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। তাই নিজেদের ভোটব্যাঙ্ক বাঁচাতে এখন মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাইপো NRC-র ভয় দেখিয়ে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করছেন। তৃণমূলের র্যালি আসলে দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা।”
রাজনৈতিক মহলের মতে, শুভেন্দুর এই পাল্টা পদক্ষেপ এবং সরাসরি আক্রমণ দেখিয়ে দিচ্ছে যে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়াটি তৃণমূল ও বিজেপির মধ্যে প্রধান রাজনৈতিক যুদ্ধের ময়দান হয়ে উঠতে চলেছে।