স্পেশাল সামারি রিভিশন (SIR) প্রক্রিয়ার মাঝেই এবার নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন। এখন থেকে নতুন ভোটারদের নাম আর অফলাইনে নয়, অনলাইনে নথিভুক্ত করতে হবে। একই সঙ্গে, প্রথমবার ভোটার হতে চলা তরুণ-তরুণীদের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
কবে থেকে শুরু আবেদন?
-
SIR-এর প্রথম ধাপ—এনুমারেশন ফর্ম ফিলআপ পর্ব—শেষ হচ্ছে আগামী ৪ ডিসেম্বর।
-
এরপর ৯ ডিসেম্বর প্রকাশিত হবে প্রথম খসড়া ভোটার তালিকা।
-
খসড়া তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়ে যাবে নতুন ভোটারদের নাম তোলার পর্ব। নতুন ভোটাররা ৮ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করার সুযোগ পাবেন।
আবেদন প্রক্রিয়া ও আধার বাধ্যতামূলক:
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য ই-সাইন বাধ্যতামূলক। ফার্স্ট টাইম ভোটারদের ফর্ম-৬ পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।
-
আবেদন করার সময় নতুন ভোটারদের আধার কার্ডের মাধ্যমে OTP ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
-
ফর্ম-৬ পূরণের সময় নতুন ভোটারদের ২০০২ সালের ভোটার লিস্টে থাকা তাঁদের বাবা-মা অথবা ঠাকুরদা-ঠাকুমার নাম উল্লেখ করতে হবে।
মৃত ভোটারের ফর্ম নিয়ে কঠোর কমিশন:
এদিকে, SIR পর্বে জালিয়াতি রুখতে কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজকুমার আগরওয়াল। তিনি বৃহস্পতিবার জানিয়েছেন, যদি কেউ মৃত ভোটারের এনুমারেশান ফর্ম পূরণ করে জমা দেন, তবে তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
মনোজকুমার আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের ভুয়ো কার্যকলাপের ক্ষেত্রে জেলা নির্বাচনী আধিকারিক থেকে শুরু করে বুথ স্তরের আধিকারিক পর্যন্ত সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এই সতর্কতা জারি হয়েছে ঠিক ৯ ডিসেম্বর প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে।