স্টেটাস অফ ইন্ডিভিজুয়াল রেসিডেন্ট (SIR) প্রক্রিয়া শুরু হতেই রাজ্যের ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি ও উৎকণ্ঠা বাড়ছে। এবার বেলেঘাটা বিধানসভার নারকেলডাঙ্গা নর্থ রোড ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুবর্ণ বালা পোদ্দার-এর পরিবারকে দুশ্চিন্তায় পড়তে হয়েছে। প্রায় ১০০ বছর ছুঁই ছুঁই এই বৃদ্ধার নাম ভোটার তালিকায় থাকা সত্ত্বেও, কমিশনের অ্যাপে তাঁর তথ্য না থাকায় তাঁর বাড়িতে SIR প্রক্রিয়ার ফর্ম এসে পৌঁছয়নি।
জানা গিয়েছে, সুবর্ণ বালা পোদ্দার-এর নাম ২০০২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিটি ভোটার তালিকায় রয়েছে। এমনকি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তিনি বাড়িতে বসে ভোট (Home Voting) দিয়েছেন। ২০২৫ সালের ভোটার তালিকায় ৯৪ নম্বর পার্টের ১৫৪ নম্বর সিরিয়ালে তাঁর নাম রয়েছে।
BLO-এর বক্তব্য ও পরিবারের উদ্বেগ
বিএলও (বুথ লেভেল অফিসার)-এর পক্ষ থেকে পরিবারকে জানানো হয়েছে, কমিশনের অ্যাপে সুবর্ণ বালা দেবীর নাম নেই, এই কারণেই শতবর্ষ হতে চলা এই বৃদ্ধার জন্য ফর্ম তৈরি করা যায়নি।
সুবর্ণ বালা পোদ্দার নিজে ভোট দিতে চান এবং তাঁর নাম যেন দ্রুত তালিকায় তুলে দেওয়া হয়, সেই আর্জি জানিয়েছেন। তবে তাঁর পরিবারের দাবি, বিএলও থেকে এখনও পর্যন্ত তাঁরা কোনওরকম সুস্পষ্ট আশ্বাস পাননি।
এই পরিস্থিতিতে, যেখানে একজন বৈধ ভোটার, যিনি সম্প্রতি লোকসভা নির্বাচনেও অংশ নিয়েছেন, তাঁর নাম কমিশনের অভ্যন্তরীণ অ্যাপ থেকে বাদ যাওয়ায় SIR প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে এবং পরিবার গভীর দুশ্চিন্তায় রয়েছে।