SBI-এর এই গোপন FD! মাত্র ৪৪৪ দিনে ৭% এর বেশি রিটার্ন, জানুন টাকা বাড়ানোর উপায়

শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড সহ নানান বিনিয়োগের বিকল্প থাকলেও, বিনিয়োগের মূলধন ১০০ শতাংশ সুরক্ষিত রাখার বিষয়টি অনেকের কাছেই প্রধান। এই চাহিদার কথা মাথায় রেখেই ফিক্সড ডিপোজিট (FD) এখনও এক ভরসাযোগ্য মাধ্যম। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া)-এর এমন একটি বিশেষ FD স্কিম রয়েছে, যেখানে বিনিয়োগ করে গ্রাহকরা ৭ শতাংশের বেশি রিটার্ন পেতে পারেন।

দেশের কোটি কোটি মানুষ SBI-এর FD-তে বিনিয়োগ করলেও, অনেকেই জানেন না কোন স্কিমে তুলনামূলক স্বল্পমেয়াদেও বেশি সুদ পাওয়া সম্ভব। সেই বিশেষ স্কিমটির নাম হলো— SBI অমৃত বৃষ্টি স্কিম

মাত্র ৪৪৪ দিনের বিনিয়োগে বাম্পার সুদ: এই স্কিমটিতে বিনিয়োগের সময়কাল মাত্র ৪৪৪ দিন। সাধারণ গ্রাহকরা এই এফডি-তে নিজেদের সঞ্চয় রাখলে ৬.৬০ শতাংশ হারে সুদ পাবেন। যা কিনা ব্যাঙ্কের অন্যান্য সাধারণ FD স্কিমের চেয়ে অনেকটাই বেশি। এই সুবিধা ১৫ জুন থেকে কার্যকর রয়েছে।

কারা পাবেন ৭ শতাংশের বেশি রিটার্ন? প্রবীণ নাগরিকদের জন্য এই স্কিমটি আরও লাভজনক। কারণ সিনিয়র সিটিজেনরা এই স্কিমে সরাসরি ৭.১০ শতাংশ হারে রিটার্ন পাবেন। অন্যদিকে, সুপার সিনিয়র সিটিজেন (Super Senior Citizen)-দের ক্ষেত্রে সর্বোচ্চ সুদের হার ৭.২০ শতাংশ পর্যন্ত রয়েছে।

বিশেষ সুবিধা ও বিনিয়োগের পদ্ধতি: এই ‘অমৃত বৃষ্টি’ স্কিমে বিনিয়োগ করা খুবই সহজ। ব্যাঙ্কের শাখা ছাড়াও ইন্টারনেট ব্যাঙ্কিং (Internet Banking) এবং জনপ্রিয় YONO অ্যাপের মাধ্যমেও এই FD-তে টাকা রাখা যায়। ন্যূনতম ১,০০০ টাকা থেকে শুরু করে ইচ্ছামতো যেকোনো অঙ্কের অর্থ এই স্কিমে বিনিয়োগ করা যেতে পারে। একটি সেভিংস অ্যাকাউন্ট এবং প্রয়োজনীয় KYC ডকুমেন্ট থাকলেই যে কোনো ব্যক্তি এই বাম্পার রিটার্নের সুযোগ নিতে পারবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy