OMG! মায়ের ঠাঁই রাস্তার ধারে, ছেলে দেখে বলল ‘ও আমার মা নয়’

‘কুপুত্র’র এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে হুগলির পুরশুড়া থেকে। আশি বছরের বৃদ্ধা চাঁপা প্রামাণিককে তার ছেলে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয়, ছেলে গৌতম বিডিও অফিসে গিয়ে তার মাকে ‘মৃত’ বলে জানিয়েছে। প্রায় দু’মাস ধরে গৃহহীন হয়ে ওই বৃদ্ধা পুরশুড়া ব্লক গ্রামীণ হাসপাতালের গেটে পড়ে আছেন।

বৃদ্ধা চাঁপা প্রামাণিক জানিয়েছেন, তার ছেলে গৌতম এবং বৌমা তাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। এমনকি তার ঘরের দলিলও কেড়ে নেওয়া হয়েছে। সেই ঘরটি ভেঙেও দেওয়া হয়েছে বলে অভিযোগ। বৃদ্ধা আরও জানান, একবার বার্ধক্য ভাতা পেলেও এখন আর কিছুই পাচ্ছেন না। বিডিও অফিসে গিয়ে আবেদন করলেও কোনো লাভ হয়নি।

ছেলের এমন অমানবিক আচরণের বিষয়ে জিজ্ঞাসা করা হলে গৌতম বলেন, “কে ওই মহিলা? ও আমার মা নয়। ওকে মেরে তাড়িয়েছি, বেশ করেছি। আমাকে কিছুই দেয়নি। তাই তাড়িয়ে দিয়েছি। এখানে কোনো ঠাঁই হবে না। যেমন ভাবে পারে, থাকুক।”

স্থানীয়দের উদ্বেগ ও সাহায্য

অসহায় বৃদ্ধার এই অবস্থায় স্থানীয় মানুষরা উদ্বিগ্ন। হাসপাতালের গেটের সামনে প্রচণ্ড শেয়ালের উপদ্রব থাকায় তারা চাঁপার নিরাপত্তা নিয়েও চিন্তিত।

তবে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় চা দোকানি খোকন ধক। তিনি নিজের স্বল্প আয় থেকে প্রতিদিন বৃদ্ধাকে চা, পাঁউরুটি, বিস্কুট এবং মুড়ি খাওয়ান। হাসপাতালের এক রাঁধুনিও দুপুরে তাকে ভাত দেন।

প্রশাসন কি পদক্ষেপ নেবে?

এলাকার মানুষজন এবং কবি-সাহিত্যিক অপর্ণা মণ্ডল দত্ত বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন। তিনি সরকারি প্রকল্পগুলোর সুবিধা যাতে চাঁপা পান, তার জন্য চেষ্টা করছেন। পুরশুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শেখ খোকন বলেছেন, তিনি সোমবার অফিসে গিয়ে এই বিষয়টি দেখবেন এবং সরকারি নিয়ম অনুযায়ী বৃদ্ধার প্রাপ্য সুবিধাগুলি দেওয়ার ব্যবস্থা করবেন। একই সাথে, তিনি ওই নির্দয় ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।

বৃদ্ধা চাঁপা প্রামাণিক সরকারের কাছে আকুতি জানিয়েছেন, যাতে তাকে থাকার জায়গা এবং খাবারের ব্যবস্থা করে দেওয়া হয় এবং তার ছেলের শাস্তির ব্যবস্থা করা হয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy