OMG! ভয়াবহ বাস দুর্ঘটনা, হাই ভোল্টেজ খুঁটিতে ধাক্কার পর বাসে আগুন, মৃত ৩, আহত ২৫

রাজস্থানের জয়সালমীর ও বারমেরের পর এবার উত্তরপ্রদেশের বলরামপুরে ভয়াবহ দুর্ঘটনার বলি হলেন যাত্রীরা। সোমবার গভীর রাতে ফুলওয়ারিয়া বাইপাসে একটি যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাসটি ছিটকে গিয়ে একটি হাই ভোল্টেজ বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। শর্ট সার্কিট থেকে সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়।

এই বিভীষিকাময় ঘটনায় ঘটনাস্থলেই তিনজন যাত্রীর ঝলসে মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রী বোঝাই বাসটি বিহারের সোনাউলি থেকে দিল্লির দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে শীতের জামাকাপড় বোঝাই একটি ট্রাক ফুলওয়ারিয়া ওভারব্রিজ থেকে নামার পরেই সজোরে বাসটিকে ধাক্কা মারে।

  • আগুনের উৎস: সংঘর্ষের তীব্রতায় বাসটি ছিটকে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলে শর্ট সার্কিট হয় এবং বাসটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন ট্রাকটিতেও লেগে যায়।

  • যাত্রীদের ঝাঁপ: আতঙ্কিত যাত্রীরা প্রাণ বাঁচাতে বাসের জানালা ভেঙে লাফিয়ে বাইরে বেরোন। এর মধ্যেও বেশ কয়েকজন যাত্রী আগুনে পুড়ে আহত হন।

উদ্ধার ও পরবর্তী পদক্ষেপ

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও স্থানীয় পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানো হয় এবং বাসের ভিতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।

  • আহতদের অবস্থা: আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ছ’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য বাহরাইচ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

  • নেপালের বাসিন্দা: পুলিশ জানিয়েছে, বাসের অধিকাংশ যাত্রীই নেপালের বাসিন্দা ছিলেন।

  • পলাতক চালক: দুর্ঘটনার পর থেকে বাস এবং ট্রাক—উভয় গাড়ির চালক ও কন্ডাক্টরের কোনও খোঁজ মেলেনি

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই দুর্ঘটনা দ্রুত গতি অথবা ঘন কুয়াশার কারণে ঘটে থাকতে পারে। বলরামপুরের জেলাশাসক বিপিন কুমার এবং পুলিশ সুপার বিকাশ কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy