‘DSP-DNT সব জানতেন, TMC ব্লক সভাপতির সঙ্গে যোগসাজশ!’ জেলা পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বদলি হওয়া ASI-এর বিস্ফোরক অভিযোগ

সাংসদ শতাব্দী রায়ের সামনে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ও মারধরের ঘটনায় এবার সরাসরি জেলা পুলিশ আধিকারিকদের দিকে আঙুল তুললেন সিউড়ি থানা থেকে বদলি হওয়া এক এএসআই। ফেসবুক লাইভে এসে ওই এএসআই রাজকুমার দাস বিস্ফোরক অভিযোগ করে জানান, ওই ঘটনার জন্য দায়ী ডিএসপি (কুনাল মুখোপাধ্যায়) এবং তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম।

রাজকুমার দাসের এই অভিযোগ জেলা পুলিশ মহলে তীব্র অস্বস্তি সৃষ্টি করেছে এবং তৃণমূলের সঙ্গে পুলিশের আঁতাতকে প্রকাশ্যে এনেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

ASI-এর বিস্ফোরক অভিযোগ:

২০ নভেম্বর সিউড়ি ২ নম্বর ব্লকের গাংটে গ্রামে শতাব্দীর রায়ের সভা চলাকালীন তাঁর গাড়ির সামনেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনার পরেই সিউড়ি থানার আইসি সঞ্চয়ন মিত্র এবং এএসআই রাজকুমার দাসকে সরিয়ে দেওয়া হয়। এতেই ক্ষোভের সৃষ্টি হয়। রাজকুমার দাস ফেসবুকে লাইভ এসে বলেন:

ডিএসপি দায়ী: “শতাব্দী রায়ের ওই ঘটনা ঘটিয়েছে ডিএসপি-ডিএনটি (কুনাল মুখোপাধ্যায়)। উনি এসপি সাহেবের কাছে ভালো সাজার চেষ্টা করছেন।”

আঁতাত: ডিএসপি-ডিএনটি তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলামের সঙ্গে যোগসাজশ করে এসব করিয়েছেন। তিনি ক্রিমিনাল।

অন্যায় বদলি: “আমি সেদিন ঘটনাস্থলে ছিলামই না, আমার কাছে সমস্ত কল রেকর্ড রয়েছে ডিএসপি-ডিএনটির। এসপি সাহেব কোনো কিছু যাচাই না করেই সিউড়ি থানার আইসি আর আমাকে বদলি করে দিয়েছেন। যদি শাস্তি হয় তাহলে ডিএসপি-ডিএনটির হওয়া প্রয়োজন।”

তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলামের কথায় যে লোক মারলো, ডিএসপি ডিএনটি গেল, তাদের কথায় গ্রেপ্তার করালো, তাদেরই কথায় সব হলো।

রাজনৈতিক প্রতিক্রিয়া ও পুলিশ সুপারের মন্তব্য:

রাজকুমার দাসের এই মন্তব্যকে বিজেপি তাদের পুরনো অভিযোগের সমর্থন হিসেবে দেখছে, যেখানে তারা বার বার পুলিশের সঙ্গে তৃণমূলের আঁতাতের অভিযোগ করেছে।

অন্যদিকে, বীরভূমের ডিএসপি ট্রাফিক কুনাল মুখোপাধ্যায় বর্তমানে ডিএসপি-ডিএনটিরও দায়িত্বে রয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা পুলিশ সুপার আমনদ্বীপ বলেন, “তার (রাজকুমার দাসের) যা অভিযোগ রয়েছে, তা তদন্ত করে দেখা হবে।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy