রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (DA) বা মহার্ঘ ভাতা মেটানোর প্রশ্নে বারবার ‘আর্থিক অনটন’-এর দোহাই দিয়েছে নবান্ন। এমনকি সুপ্রিম কোর্টেও রাজ্যের তরফে জানানো হয়েছে যে, রাজকোষের হাল অত্যন্ত করুণ। কিন্তু সম্প্রতি একটি আরটিআই (RTI) রিপোর্টে যে তথ্য সামনে এসেছে, তা দেখে কার্যত চক্ষু চড়কগাছ সরকারি কর্মীদের। দেখা যাচ্ছে, গত ৫ বছরে বিভিন্ন মামলা লড়তে আইনজীবীদের ফি বাবদ রাজ্য সরকার খরচ করেছে প্রায় ৬৫ কোটি টাকা!
রাজ্যের শিক্ষা দপ্তরের নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে ডিএ মামলা, কিংবা মিছিল-সভার অনুমতি সংক্রান্ত হাজারো মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। এই মামলাগুলিতে রাজ্যের হয়ে সওয়াল করতে দেখা গিয়েছে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো দেশের নামী ও দামী আইনজীবীদের। আরটিআই রিপোর্ট বলছে, তাঁদের পারিশ্রমিক মেটাতেই রাজকোষ থেকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। সাধারণ মানুষের করের টাকা এভাবে মামলার পিছনে খরচ হওয়া নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, সরকার যে ৬৫ কোটির হিসেব দিচ্ছে, বাস্তবে খরচের অঙ্কটা এর চেয়ে অনেক বেশি। তাঁর দাবি, যেখানে কর্মীদের ন্যায্য পাওনা দেওয়ার সময় অর্থাভাবের কথা বলা হয়, সেখানে আইনি লড়াইয়ে এত কোটি টাকা খরচ করা বিলাসিতা ছাড়া আর কিছু নয়। অন্যদিকে, আইনজীবী ফিরদৌস শামিমও এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়েছেন। তাঁর মতে, জনগণের করের টাকা জনকল্যাণে ব্যয় না হয়ে এভাবে মামলার পিছনে নষ্ট হওয়া কাম্য নয়। এই রিপোর্ট সামনে আসার পর বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনরত কর্মীদের ক্ষোভের আগুনে নতুন করে ঘি পড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।