দিল্লির ভয়াবহ বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন আইপিএস অফিসার কিরণ বেদী। তিনি একটি কার্টুন শেয়ার করে বর্তমান পরিস্থিতিকে ‘কোভিড’ মহামারীর সঙ্গে তুলনা করেছেন এবং সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছেন।
হাসপাতালের দৃশ্য নিয়ে কার্টুন:
কিরণ বেদী ‘ডাউন টু আর্থ’ পত্রিকার একটি কার্টুন শেয়ার করেছেন, যেখানে হাসপাতালের বেডে পাশাপাশি শুয়ে আছেন দুই রোগী। একজনের মুখে অক্সিজেন মাস্ক, অন্যজনের হাতে ব্যান্ডেজ। ব্যান্ডেজ বাঁধা রোগী বলছেন, “আমিও বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে চেয়েছিলাম।” এই কার্টুনটি শেয়ার করে কিরণ বেদী লিখেছেন, “পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন কোভিড চলছে।”
বিপজ্জনক মাত্রায় দূষণ:
দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (AQI) বর্তমানে ৪৫৮-তে পৌঁছেছে, যা অত্যন্ত বিপজ্জনক মাত্রা। এই ভয়াবহ দূষণের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছেন। তবে বিক্ষোভকারীদের ওপর পুলিশি জুলুম ও রাজপথে চেপে ধরার অভিযোগও উঠেছে, যা রাজধানীর ক্ষোভ আরও বাড়িয়েছে।
কোভিডের সঙ্গে তুলনা ও মোদীর হস্তক্ষেপের দাবি:
দিল্লির দূষণ নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছার অভাবের অভিযোগ তুলেছেন কিরণ বেদী। তিনি মনে করেন, শুধুমাত্র অবসরপ্রাপ্ত আমলা বা কমিটির হাতে দায়িত্ব ছেড়ে দিলে চলবে না। তিনি লেখেন, “দূষণ নিয়ন্ত্রণে হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি ও পাঞ্জাবের মধ্যে সমন্বয় দরকার। এই বিষয়টা অবসরপ্রাপ্ত কোনও আমলার হাতে ছেড়ে দেওয়া যায় না।”
কিরণ বেদী আরও লেখেন, “পরিস্থিতি অনেকটা কোভিডের মতো। সেই সময়ে প্রধানমন্ত্রী দক্ষ হাতে দেশকে সামলেছিলেন। এখনও তাঁর সক্রিয় পদক্ষেপ দরকার। তিনি যদি সরাসরি হস্তক্ষেপ করতে না-ও চান, তাহলে মন্ত্রীদের নিয়ে একটা কমিশন তৈরি করে দেওয়া উচিত।” তিনি মনে করিয়ে দেন যে এই বিষয়টি বহু রাজ্যের মানুষের জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত এবং প্রধানমন্ত্রীর দপ্তরের শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন।
এর আগে একাধিক পোস্টে কিরণ বেদী ক্লাউড সিডিং করে কৃত্রিম বৃষ্টির চেষ্টা ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ করে বলেছিলেন, “খুব হতাশাজনক। সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছি। নিজের ক্ষমতায় যা কুলোচ্ছে, করছি।” এর পরেই তিনি মোদীর উদ্দেশে বলেন, “স্যর, দয়া করে হস্তক্ষেপ করুন।”