আগামী ৮ ডিসেম্বর ৯০ বছরে পা দিতে চলেছেন বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। তার আগেই তিনি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হওয়ায় সমাজমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই দুশ্চিন্তায় পড়েছেন তাঁর কোটি কোটি ভক্ত। কালজয়ী ‘শোলে’ ছবির ভীরু চরিত্রাভিনেতার স্বাস্থ্য নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।
কেন হাসপাতালে ভর্তি হলেন ধর্মেন্দ্র?
অভিনেতার ঘনিষ্ঠ মহল থেকে পাওয়া খবর অনুযায়ী, ধর্মেন্দ্র বর্তমানে সুস্থ আছেন এবং ভয়ের কোনও কারণ নেই।
জানা গিয়েছে, বয়সজনিত কারণে রুটিন স্বাস্থ্য পরীক্ষার (Routine Medical Check-up) জন্যই তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র মারফত খবর, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবেই তিনি প্রায়শই হাসপাতালে যান। তবে বারবার যাওয়া-আসা করার বদলে একেবারে হাসপাতালে ভর্তি হয়েই যাবতীয় পরীক্ষা একবারে সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা নিজেই।
অভিনেতার ঘনিষ্ঠরা জানিয়েছেন, “কেউ হয়তো তাঁকে হাসপাতালে দেখে আতঙ্কিত হয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন। তবে ভক্তদের চিন্তার কিছু নেই, কারণ তিনি একেবারে সুস্থ আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।”
বর্তমানে তাঁর দুই ছেলে সানি দেওল (Sunny Deol) এবং ববি দেওল (Bobby Deol) তাঁদের ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও, বাবার স্বাস্থ্যের উপর গভীর নজর রাখছেন। তাঁরা নিয়মিত মেডিকেল পরীক্ষা এবং ফলাফল সম্পর্কে আপডেট নিচ্ছেন।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসেই ধর্মেন্দ্রর ক্যাটারাক্ট (কর্নিয়াল ট্রান্সপ্লান্ট) অপারেশন হয়েছিল। খুব শীঘ্রই শ্রীরাম রাঘবনের পরিচালিত ‘ইক্কিস’ ছবিতে তাঁকে দেখা যাবে। সর্বকনিষ্ঠ পরমবীর চক্র বিজয়ী অরুণ ক্ষেত্রপালের জীবনের উপর ভিত্তি করে তৈরি এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত এবং সিকান্দার খের।