শকুনের বাসা মানেই কেবল ময়লা বা মৃতদেহের অংশ নয়, তা যদি হয় ‘বেয়ার্ডেড ভালচার’ (Bearded Vulture)-এর বাসা! স্পেনের দক্ষিণ অংশের খাড়া পাহাড়ের দুর্গম ঢালে শকুনের এক প্রজাতি বেয়ার্ডেড ভালচারের বাসা থেকে উদ্ধার হয়েছে প্রায় ৬০০ থেকে ৭০০ বছর পুরনো মানুষের তৈরি কয়েকশো জিনিসপত্র। এই আবিষ্কার দেখে গবেষকেরা বিস্মিত।
শকুনের সংগ্রহশালায় মধ্যযুগ
বড় চেহারার এই শকুনরা লাইম স্টোনের দেওয়ালে এমন সব দুর্গম খাঁজে বাসা তৈরি করে, যেখানে মানুষের পক্ষে পৌঁছানো অসম্ভব। গবেষকদের মতে, এই শকুনরা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে মানুষের ব্যবহার করা জিনিসপত্র সংগ্রহ করে তাদের বাসায় এনে রাখে।
শকুনদের এই ‘সংগ্রহশালা’ থেকে যে সমস্ত মধ্যযুগীয় জিনিসপত্র পাওয়া গিয়েছে, তার মধ্যে অন্যতম:
ঘাসের তৈরি জুতো
রং করা চামড়া
হাড় এবং বিভিন্ন যন্ত্রাংশ
পাখির পালক
কেন এত সুরক্ষিত জিনিসপত্র?
৬০০ থেকে ৭০০ বছরের পুরনো এই জিনিসপত্রগুলি এখনও পর্যন্ত সুন্দরভাবে এবং প্রায় যেমনকার তেমন অবস্থায় রয়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এর মূল কারণ হলো পাহাড়ের ঠান্ডা এবং শুকনো আবহাওয়া। শত শত বছর ধরে এই পরিবেশের জন্যই জিনিসগুলির কোনো ক্ষতি হয়নি।
ঝড় বা অন্যান্য কারণে কিছু জিনিস নিচে পড়ে গেলেও অধিকাংশ জিনিসই বাসায় সুরক্ষিত থাকে। কারণ এই বাসাগুলি অত্যন্ত ভারী ও মজবুত হয় এবং সেগুলি পাহাড়ের এমন খাড়াই ঢালের খাঁজে তৈরি, যেখানে সাধারণ মানুষের নাগাল পাওয়া অসম্ভব।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্পেনের এই পাহাড়ের ঢালে এমন বেশ কয়েকটি বেয়ার্ডেড শকুনের বাসা এবং সেখানে মানুষের ব্যবহার করা মধ্যযুগের জিনিসপত্রের খোঁজ পাওয়া গিয়েছে। তবে নিরাপত্তার খাতিরে এবং কৌতূহলী মানুষের ভিড় এড়াতে শকুনের বাসাগুলির সঠিক অবস্থান জনসমক্ষে প্রকাশ করা হয়নি।