পণের দাবিতে আরও এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বারাসত। ২৮ নম্বর ওয়ার্ডের অশ্বিনী পল্লী এলাকায় সুনিতা সরকার (২২) নামে এক তরুণীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ স্বামী সৌম্য দত্তকে গ্রেফতার করেছে।
মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই সুনিতার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন। মাত্র দুদিন আগেই পণের জন্য চাওয়া ১০ হাজার টাকা সুনিতার বাবা মিটিয়েছিলেন। কিন্তু তাতেও দমে যায়নি অভিযুক্তরা; এরপর সরাসরি ৫ লক্ষ টাকার দাবি করা হয়। সেই টাকা দিতে না পারায় বুধবার রাতে সুনিতাকে নৃশংসভাবে মারধর ও শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। তরুণীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। বারাসত থানায় খুনের অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।