“৩৬৫ দিনই আসুন, বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি…”-মোদীকে ‘পরিযায়ী পাখি’ বলে কটাক্ষ মমতার

গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সফর এবং রাজ্যের বিরুদ্ধে করা তার মন্তব্যের জবাবে এবার পাল্টা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বর্ধমানের এক প্রশাসনিক সভা থেকে তিনি প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় বিঁধেছেন এবং একই সঙ্গে নির্বাচন কমিশনকেও সতর্ক করেছেন।

প্রধানমন্ত্রী মোদী বাংলায় এসে দুর্নীতির প্রসঙ্গ তোলায় মমতা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করি, তারও উচিত আমাদের সম্মান করা।’ তিনি প্রধানমন্ত্রীর ‘বাংলায় সব চোর’ মন্তব্যের তীব্র বিরোধিতা করে বলেন, ‘আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে নিজেদের চোরেদের দিকে তাকিয়ে দেখুন।’

মমতা বলেন, বাংলাকে অসম্মান করার জন্য কেন্দ্র ১৮৬টি টিম পাঠিয়েছিল, যা কল্পনাও করা যায় না। তিনি আরও বলেন, ‘একটা কান না কাটা থাকলে কান কাটার ভয় থাকে। এদের দুটো কানই কাটা, তাই কান কাটার ভয় নেই।’

মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকেও আক্রমণ করে বলেন, ‘ভোট এলেই এনআরসি করতে হবে? নতুন করে নাম কাটতে হবে?’ তিনি কমিশনকে সতর্ক করে বলেন, ‘প্লিজ বিজেপির ললিপপ হবেন না। তাহলে কিন্তু মানুষ ক্ষমা করবে না।’

প্রধানমন্ত্রীর ঘন ঘন সফর নিয়েও মমতা কটাক্ষ করেন। তিনি বলেন, ‘নির্বাচনের আগে বারবার আসছেন, ঠিক পরিযায়ী পাখির মতো।’ তিনি আরও বলেন, ‘আমি চাই ৩৬৫ দিনই আসুন। বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তাও ফ্রি—সবই তো পাচ্ছেন ফ্রিতে!’

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy