কম্বোডিয়া ও থাইল্যান্ডের সীমান্ত সংঘর্ষের রেশ গিয়ে পড়ল ধর্মীয় ঐতিহ্যের ওপর। কম্বোডিয়ার সীমান্তবর্তী আন সাস এলাকায় একটি বিশাল বিষ্ণুমূর্তি এবং মন্দির জেসিবি মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল থাইল্যান্ড সরকারের বিরুদ্ধে। সোমবারের (২২ ডিসেম্বর) এই নক্করজনক ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বুধবার ভারত এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে একে “অসম্মানজনক” বলে আখ্যা দিয়েছে।
ভারতের কড়া প্রতিক্রিয়া: ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই ধরনের কাজ বিশ্বজুড়ে কোটি কোটি বিষ্ণু ভক্তের অনুভূতিতে চরম আঘাত হেনেছে। তিনি মনে করিয়ে দেন, এই অঞ্চলের হিন্দু ও বৌদ্ধ সভ্যতার সঙ্গে ভারতের নাড়ির টান রয়েছে। আঞ্চলিক দাবি বা বিবাদ থাকলেও ধর্মীয় ঐতিহ্যের এই ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভারত উভয় পক্ষকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর আহ্বান জানিয়েছে।
ঘটনার প্রেক্ষাপট: ২০১৪ সালে নির্মিত ৩২৮ ফুট উচ্চতার এই বিষ্ণুমূর্তিটি থাই সীমান্ত থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত ছিল। কম্বোডিয়া সরকারের দাবি, প্রতিহিংসা বশত থাই সেনারা এই পবিত্র স্থানটি ধ্বংস করেছে। জুলাই মাস থেকে শুরু হওয়া এই দুই দেশের সংঘর্ষ ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কিছুটা থিতু হলেও, ডিসেম্বরে তা ফের চরম আকার নিয়েছে।