স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সবার মতো ২টি লাড্ডু না পেয়ে একটি লাড্ডু পাওয়ায় এক ব্যক্তি এতই রেগে গেলেন যে, তিনি সোজা মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানালেন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্দ জেলায়।
স্বাধীনতা দিবস উদযাপনের জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।অনুষ্ঠান শেষে সবার মধ্যে লাড্ডু বিতরণ করা হচ্ছিল।কমলেশ খুশওয়াহা নামের ওই ব্যক্তি দেখেন যে, সবাইকে ২টি করে লাড্ডু দেওয়া হলেও তাকে শুধু একটিই দেওয়া হয়েছে।তিনি আরও একটি লাড্ডু চেয়েছিলেন, কিন্তু তাকে তা দেওয়া হয়নি।কমলেশ এই ঘটনায় এতটাই ক্ষুব্ধ হন যে, তিনি সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানান।
এই খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেছে শুনে পঞ্চায়েত সচিব রবীন্দ্র শ্রীবাস্তব দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি কমলেশকে শান্ত করতে তৎক্ষণাৎ স্থানীয় দোকান থেকে এক কেজি লাড্ডু কিনে তার হাতে তুলে দেন। পঞ্চায়েত সচিব ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
২০২০ সালে এই জেলারই আরেকজন বাসিন্দা মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করে খবরে এসেছিলেন। তিনি ত্রুটিপূর্ণ হ্যান্ড পাম্প নিয়ে অভিযোগ করেছিলেন। সেই সময় এক প্রকৌশলী ওই অভিযোগকারীর মানসিক অসুস্থতা নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন।