১ জানুয়ারি থেকেই পকেটে টান! ২০২৬ শুরু হতেই বদলে যাচ্ছে রান্নার গ্যাস থেকে গাড়ির দাম

নতুন বছর ২০২৬-কে স্বাগত জানাতে যখন গোটা দেশ উৎসবে মাতোয়ারা, তখনই আমজনতার জন্য অপেক্ষা করছে একগুচ্ছ বড় পরিবর্তন। ১ জানুয়ারি থেকে একাধিক সরকারি ও আর্থিক নিয়ম বদলে যাচ্ছে, যা সরাসরি আপনার মাসিক বাজেটে প্রভাব ফেলবে। প্যান কার্ড নিষ্ক্রিয় হওয়া থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম— নতুন বছরের শুরুতে কী কী বদল আসছে, দেখে নিন একনজরে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্যান ও আধার কার্ড লিঙ্ক। আজ, ৩১ ডিসেম্বর এই কাজ করার শেষ সুযোগ। যদি আজকের মধ্যে লিঙ্ক প্রক্রিয়া সম্পন্ন না হয়, তবে ১ জানুয়ারি থেকে আপনার প্যান কার্ডটি ‘নিষ্ক্রিয়’ বা ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। এর ফলে ব্যাঙ্কিং লেনদেন থেকে শুরু করে আয়কর রিটার্ন দাখিলে বড়সড় সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা।

রান্নাঘরের বাজেটেও বদল আসার সম্ভাবনা প্রবল। প্রতি মাসের শুরুতে তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। বাণিজ্যিক সিলিন্ডারের পাশাপাশি এবার ১৪ কেজি ঘরোয়া সিলিন্ডারের দামেও পরিবর্তন আসতে পারে। এছাড়া এটিএফ (ATF) বা বিমান জ্বালানির দাম বাড়লে বিমান ভাড়ায় তার প্রভাব পড়বে। সিএনজি (CNG) এবং পিএনজি (PNG) গ্রাহকদের জন্যও নতুন বছরের সকাল কোনো বড় খবর নিয়ে আসতে পারে।

সরকারি কর্মচারীদের জন্য ২০২৬ সালের শুরুটা হতে পারে অত্যন্ত সুখকর। দীর্ঘ প্রতীক্ষিত অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) ১ জানুয়ারি থেকে কার্যকর করার জল্পনা তুঙ্গে। বিশেষজ্ঞরা মনে করছেন, আজ থেকেই কাগজে-কলমে এই কমিশন বাস্তবায়নের পথে হাঁটতে পারে কেন্দ্র। তবে যারা নতুন বছরে গাড়ি কেনার স্বপ্ন দেখছেন, তাদের পকেটে চাপ বাড়বে। টাটা মোটরস, বিএমডব্লিউ, নিসান এবং এমজি মোটরসের মতো সংস্থাগুলি কাঁচামালের দাম বাড়ার কারণ দেখিয়ে ১ জানুয়ারি থেকে তাদের গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ব্যাঙ্কিং ক্ষেত্রেও বড় বদল আসছে। জালিয়াতি রুখতে সিম যাচাইকরণ এবং ইউপিআই (UPI) পেমেন্টের নিয়ম আরও কঠোর হচ্ছে। পাশাপাশি, জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গে ১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজ থাকলে আগেভাগে আরবিআই-এর ছুটির তালিকা দেখে নেওয়া জরুরি। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার নিয়মেও কিছু পরিবর্তন আনা হচ্ছে, যার সুবিধা পাবেন উত্তরপ্রদেশসহ বিভিন্ন রাজ্যের কৃষকরা। সব মিলিয়ে ২০২৬ সালের প্রথম দিনটি সাধারণ মানুষের জন্য যেমন প্রাপ্তির, তেমনই খরচের বোঝাও নিয়ে আসছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy