১০ বছরের লটারির নেশায় বাজিমাত! ৭০ টাকার টিকিট কেটে কোটিপতি মুর্শিদাবাদের রাজমিস্ত্রি

 

দীর্ঘ দশ বছর ধরে টানা লটারির নেশা ছিল। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত দিন। মাত্র ৭০ টাকার একটি টিকিটেই বাজিমাত করে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন মুর্শিদাবাদের সুতির ইসলামপুরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি আতিকুল সামাদ। ১ কোটি টাকার পুরস্কার জিতে নেওয়ায় তাঁর জীবন অপ্রত্যাশিতভাবে বদলে গেল।

খুশির জোয়ারে ভাসল পরিবার

প্রায় দশ বছর ধরে লটারি কাটলেও কখনও এত বড় পুরস্কার পাননি আতিকুল। ভাগ্যের চাকা ঘুরে যাওয়ায় খুশিতে আত্মহারা হয়ে তিনি দ্রুত বাড়িতে ছুটে আসেন এবং পরিবারের সকলের কাছে গোটা ঘটনা খুলে বলেন। খুশির জোয়ারে ভেসে যায় গোটা পরিবার ও প্রতিবেশীরা।

আতিকুল সামাদ বলেন, “পুরস্কার জিতেছি, ভাল লাগছে। ১০ বছর ধরে আমি টিকিট কাটছি। এক কোটি টাকার পুরস্কার জিতব এটা আশা করিনি।”

অর্থ খরচের পরিকল্পনা

হঠাৎ পাওয়া এই বিপুল অর্থ তিনি কীভাবে খরচ করবেন, সেই পরিকল্পনাও জানিয়েছেন আতিকুল:

  • প্রথমত, তিনি ঘরবাড়ির কাজ সারাবেন।

  • দ্বিতীয়ত, তিনি তাঁর ছেলে-মেয়ের পড়াশোনার খরচে এই অর্থ ব্যবহার করবেন।

আতিকুলের দাদা উচ্ছ্বাসের সঙ্গে বলেন, “আমার ভাই এক কোটি টাকা পেয়েছে, আমরা খুবই খুশি। এ যেন ঈশ্বরের আশীর্বাদ।” লটারির সংবাদ আসতেই ইসলামপুর জুড়ে এখন একটাই আলোচনা— ৭০ টাকার লটারিতে কপাল খুলে গেল রাজমিস্ত্রি আতিকুল সামাদের।

দীর্ঘ দশ বছর ধরে টানা লটারির নেশা ছিল। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত দিন। মাত্র ৭০ টাকার একটি টিকিটেই বাজিমাত করে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন মুর্শিদাবাদের সুতির ইসলামপুরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি আতিকুল সামাদ। ১ কোটি টাকার পুরস্কার জিতে নেওয়ায় তাঁর জীবন অপ্রত্যাশিতভাবে বদলে গেল।

খুশির জোয়ারে ভাসল পরিবার

প্রায় দশ বছর ধরে লটারি কাটলেও কখনও এত বড় পুরস্কার পাননি আতিকুল। ভাগ্যের চাকা ঘুরে যাওয়ায় খুশিতে আত্মহারা হয়ে তিনি দ্রুত বাড়িতে ছুটে আসেন এবং পরিবারের সকলের কাছে গোটা ঘটনা খুলে বলেন। খুশির জোয়ারে ভেসে যায় গোটা পরিবার ও প্রতিবেশীরা।

আতিকুল সামাদ বলেন, “পুরস্কার জিতেছি, ভাল লাগছে। ১০ বছর ধরে আমি টিকিট কাটছি। এক কোটি টাকার পুরস্কার জিতব এটা আশা করিনি।”

অর্থ খরচের পরিকল্পনা

হঠাৎ পাওয়া এই বিপুল অর্থ তিনি কীভাবে খরচ করবেন, সেই পরিকল্পনাও জানিয়েছেন আতিকুল:

  • প্রথমত, তিনি ঘরবাড়ির কাজ সারাবেন।

  • দ্বিতীয়ত, তিনি তাঁর ছেলে-মেয়ের পড়াশোনার খরচে এই অর্থ ব্যবহার করবেন।

আতিকুলের দাদা উচ্ছ্বাসের সঙ্গে বলেন, “আমার ভাই এক কোটি টাকা পেয়েছে, আমরা খুবই খুশি। এ যেন ঈশ্বরের আশীর্বাদ।” লটারির সংবাদ আসতেই ইসলামপুর জুড়ে এখন একটাই আলোচনা— ৭০ টাকার লটারিতে কপাল খুলে গেল রাজমিস্ত্রি আতিকুল সামাদের।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy