টলিউডের অন্যতম ঐতিহ্যবাহী পুজো হিসেবে পরিচিত ভবানীপুরের মল্লিকবাড়ির দুর্গাপূজা এবার পা দিল ১০১ বছরে। মহাষ্টমীর দিন এই বাড়িতে ছিল উপচে পড়া ভিড়। কুমারী পুজো, অঞ্জলি এবং ভোগ খাওয়া— সব মিলিয়ে উৎসবের মেজাজ ছিল তুঙ্গে।
এই ক’টা দিন অভিনেত্রী কোয়েল মল্লিক যেন পুরোপুরি বাড়ির মেয়ে। অতিথি আপ্যায়ন, ভোগ খাওয়া এবং পারিবারিক আড্ডায় ব্যস্ত ছিলেন তিনি। কোয়েলের পাশাপাশি প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকও পরিবারের সঙ্গে মিলেমিশে পুজোর আনন্দে মেতে ওঠেন।
‘আবার সেই ছোটোবেলায় ফিরে যাই’
এদিন এবিপি আনন্দ-কে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল তাঁর ছোটবেলার স্মৃতি তুলে ধরেন। তাঁর কাছে মল্লিকবাড়ির পুজো মানেই এক অন্যরকম আবেগ।
“মল্লিক বাড়ির পুজো মানেই তো… এই পুজোর ক’টা দিন, আবার সেই ছোটোবেলায় ফিরে যাই। সবাই কিরকম একটা কবিরের বয়সে চলে যাই। ৫ বছরের বয়সে। সেটা আমার বাবা হোক, কিংবা আমি।”
তবে এই বছরটা তাঁর কাছে আরও বেশি স্পেশাল। কোয়েল জানান, এর কারণ হলো তাঁর ছেলে:
“এই বছরটা আরও বেশি স্পেশাল। কারণ এটা কাব্যর প্রথম বছর। তাই জন্য আরও বেশি স্পেশাল। মহাঅষ্টমী, যেরকম সকালবেলা আমাদের কুমারীপুজো হল, তারপর আরতি, সন্ধ্যাআরতি, মাঝখানে অঞ্জলি দিলাম। ভীষণই ভীষণই আনন্দ করছি।”
গত বছর মল্লিকবাড়ির পুজো ১০০ বছর পূর্ণ হওয়ায় বিশেষ ভাবে উদযাপিত হয়েছিল। কোয়েল মনে করেন, ১০০-এর পর থেকে এই পুজো আরও বেশি স্পেশাল হতে চলেছে। মহাষ্টমীর দিনে কুমারী পুজো দেখতে মল্লিক পরিবারের সদস্য ছাড়াও বাইরে থেকেও এসেছিলেন বহু দর্শনার্থী।