“হিমালয়ের মত দৃঢ় সংকল্প এবং ইস্পাতকঠিন বীরত্ব” — BSF-এর প্রতিষ্ঠা দিবসে জওয়ানদের কুর্নিশ অমিত শাহের

বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাহিনীর সদস্য এবং তাঁদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার নিজের এক্স (X) বার্তায় তিনি এই মন্তব্য করেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী BSF-এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে লেখেন:

“বিএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে তাদের সদস্য এবং পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই বাহিনী প্রচণ্ড দেশপ্রেমের সমার্থক, সর্বদা জাতির সম্মানকে সমুন্নত রেখেছে এবং হিমালয়ের মত দৃঢ় সংকল্প এবং ইস্পাতকঠিন বীরত্বের মাধ্যমে নাগরিকদের মঙ্গল রক্ষা করেছে।”

তিনি আরও বলেন, এই বাহিনীর সর্বোচ্চ ত্যাগ ভারতীয়দের প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশপ্রেমের পথে পরিচালিত করবে।

“সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে তাঁরা যে দেশপ্রেমের অমর শিখা প্রজ্বলন রেখেছেন তা ভারতীয়দের প্রজন্মের পর প্রজন্ম ধরে পথ দেখাবে। কর্তব্য পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী সাহসী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy