২ নভেম্বর, বলিউডের ‘বেতাজ বাদশা’ শাহরুখ খানের জন্মদিন। ষাট বছরের দোরগোড়ায় (সুইট সিক্সটি) পা রেখেও তিনি আজও একইরকম তরতাজা, চিরযুবা। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর ব্লকবাস্টার সাফল্যের পর আট থেকে আশি আজও তাঁর জ্বরেই কাঁপে। কিং খানের এই বিশেষ দিনে তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানালেন বাংলার জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন।
অঙ্কুশ হাজরার স্বীকারোক্তি: ‘অভিনয়ে আসাটাই ওঁকে দেখে’
ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা অঙ্কুশ হাজরা শাহরুখ খানের প্রতি তাঁর গভীর অনুরাগ প্রকাশ করেন। তিনি বলেন, “আমি সবসময়ই ওঁর ফ্যান। আমার অভিনয়ে আসাটাই ওঁকে দেখে। প্রত্যেকেই তো কারওকে না কারওকে দেখে অনুপ্রাণিত হয়ে আসেন, আমি এসআরকে ‘কে দেখেই আসি অভিনয়ে।”
কিং খানের স্টারডমের পাশাপাশি তাঁর পরিশ্রমী জীবনকেও কুর্নিশ জানিয়েছেন অঙ্কুশ। তাঁর কথায়, “পর্দায় মানু্ষটাকে দেখে আমরা ওঁর ফ্যান হয়েছি। কিন্তু পর্দার পিছন দিকেও মানুষটা যেমন বলে শুনেছি তাতেও ওঁর ফ্যান হওয়া যায়। আজকের শাহরুখ খানের অতীতের যে লড়াই তা তাঁকে ‘কিং খান’ করে তুলেছে।”
সহকর্মী ও পরিচিতদের কাছ থেকে শোনা অভিজ্ঞতার উল্লেখ করে অঙ্কুশ আরও বলেন, “উনি ক্যামেরার পিছনেও একজন ‘হিরো’। প্রতিভার জোরে উনি হিরো। কাজের দৌলতে উনি ভগবান।”
ঐন্দ্রিলা সেনের চোখে শাহরুখ: ‘আমার ছেলেমেয়েরাও ফ্যান হবে’
অভিনেত্রী ঐন্দ্রিলা সেনও শাহরুখের জন্মদিনে নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। তিনি বলেন, “ছোট থেকে ওঁর ছবি দেখে বড় হওয়া। আমার মাসিরা তো ওনার প্রচণ্ড ভক্ত।”
শাহরুখের কঠোর পরিশ্রমকে ‘দৃষ্টান্ত’ হিসেবে উল্লেখ করে ঐন্দ্রিলা বলেন, “আমরা প্রত্যেকেই কম বেশি হার্ড ওয়ার্ক করি। কিন্তু ওঁর হার্ড ওয়ার্ক তুলনাহীন। দৃষ্টান্ত রেখে যায়।” ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তাঁর মন্তব্য, “আমার তো মনে হয় ভবিষ্যতে আমার ছেলেমেয়ে হলে তারাও ফ্যান হবে ওঁর।”
🎉 বেহালার ফ্যান ক্লাবের মানবিক উদ্যোগ
বলিউডের বেতাজ বাদশার জন্মদিন উপলক্ষে ‘শাহরুখ খান ফ্যান্স ক্লাব বেহালা’ নিয়েছে এক বিশেষ উদ্যোগ। এই ফ্যান ক্লাব ‘সেভ দি চিলড্রেন হোম’-এর ১৫০ জনেরও বেশি কন্যার সঙ্গে এই দিনটি পালন করবে। কন্যাদের সঙ্গে নিয়ে কেক কাটা এবং দুপুরের ভোজন অনুষ্ঠানের মধ্য দিয়ে কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হবে।