সোশ্যাল মিডিয়ায় সর্বদা সক্রিয় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) বিগত কয়েকদিন ধরে ভার্চুয়াল দুনিয়া থেকে হঠাৎই উধাও ছিলেন। অনেকেই ব্যস্ততার কারণ ভাবলেও, আসলে তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick) স্ত্রী নিজেই ভিডিও পোস্ট করে এই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।
আগামী ২ নভেম্বর কাঞ্চন-শ্রীময়ীর কন্যা কৃষভির প্রথম জন্মদিন। আর মেয়ের জন্মদিনের ঠিক আগেই অসুস্থ হয়ে পড়েন শ্রীময়ী। তিনি জানান, নৈহাটিতে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময়ই তিনি অসুস্থ হন।
শ্রীময়ী বলেন, “যে দিন নৈহাটি যাই তখন থেকেই অল্প অল্প জ্বর ছিল। পেটটাও ঠিক ছিল না। সেখানে গিয়ে মনে হয় চারপাশ যেন অন্ধকার হয়ে আসছে।” সে সময় তাঁর রক্তচাপ স্বাভাবিকের চেয়ে অনেক কমে গিয়েছিল।
তখন কাঞ্চন মল্লিক ব্যস্ত ছিলেন ‘প্রজাপতি ২’-এর শ্যুটিংয়ে। স্বামীকে খবর দেওয়া হলে তিনি তৎক্ষণাৎ ফোনে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। এরপর শ্রীময়ী একাই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে গিয়ে ভর্তি হন। গত ২৮ অক্টোবর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
হাসপাতালে ভর্তির পর একাধিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। শ্রীময়ীর ভিডিও থেকেই জানা যায় যে, মূলত পেটের সমস্যা থেকেই সমস্ত শারীরিক দুর্বলতা সৃষ্টি হয়েছিল। তাঁর রক্তচাপ কমে গিয়েছিল, গ্যাসট্রিকের সমস্যাও দেখা দিয়েছিল এবং বুকে সামান্য সংক্রমণও হয়েছিল, সঙ্গে ছিল জ্বর।
অভিনেত্রী নিজেই জানিয়েছেন, দুর্গাপূজা থেকে কালীপূজা পর্যন্ত কাজের জন্য এবং বাড়িতে প্রায় সব পুজো থাকার কারণে তাঁর খাওয়া-দাওয়ায় ব্যাপক অনিয়ম হয়েছিল। আর তারই প্রভাব শরীরে দেখা গিয়েছে।
তবে স্বস্তির খবর হলো, আপাতত তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন।