রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করা মন্তব্যের পাল্টা দিয়ে রণংদেহি মেজাজে ধরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লি উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অমিত শাহকে সরাসরি ‘ব্যর্থ’ এবং ‘অপদার্থ’ বলে দেগে দেন তিনি। অভিষেক স্পষ্ট ভাষায় বলেন, “স্বাধীনতার পর থেকে ভারতের ইতিহাসে যদি কেউ সবচেয়ে অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী থেকে থাকেন, তিনি হলেন অমিত শাহ।”
অনুপ্রবেশ নিয়ে শাহের অভিযোগের ভিত্তিতে অভিষেকের পালটা প্রশ্ন, “অনুপ্রবেশ কি শুধু বাংলাতেই হয়? পহেলগাঁও বা দিল্লিতে যে সব ঘটনা ঘটছে, তার দায় কে নেবে? সেখানে তো তৃণমূল সরকার নেই।” তিনি মনে করিয়ে দেন যে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সীমান্ত রক্ষার সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। তাই সীমান্ত দিয়ে কেউ ঢুকলে তার দায়ভার কোনোভাবেই রাজ্য সরকারের ওপর চাপিয়ে অমিত শাহ পার পেতে পারেন না।
তৃণমূল সাংসদ আরও এক ধাপ এগিয়ে কটাক্ষ করে বলেন, “বিজেপির নিজস্ব সাংসদরাই তো দাবি করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একজন ‘ঘুসপেটিয়া’। গত দশ বছর বিজেপি ক্ষমতায় এবং ছয় বছর ধরে অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রক সামলাচ্ছেন। এত বছর পর যদি তিনি অনুপ্রবেশ রুখতে না পারেন, তবে তাঁর ওই চেয়ারে থাকার নৈতিক অধিকার নেই। ওঁর উচিত আগে পদত্যাগ করা।”
অন্যদিকে, কলকাতায় সাংবাদিক বৈঠক করে অমিত শাহ দাবি করেছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য জমি দিচ্ছে না। সেই অভিযোগ উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার সভা থেকে পালটা প্রশ্ন তোলেন। তিনি বলেন, “রাজ্য জমি না দিলে রেললাইন বা কয়লা প্রকল্পগুলো কীভাবে হচ্ছে? শুধু বাংলার দিকে আঙুল না তুলে কাশ্মীর বা পহেলগাঁওয়ের পরিস্থিতির দিকে তাকান। পহেলগামে যখন জঙ্গি হামলা হলো, তখন আপনারা কোথায় ছিলেন?” জমি জট থেকে শুরু করে অনুপ্রবেশ—সব মিলিয়ে দিল্লি বনাম কলকাতা সংঘাত এখন তুঙ্গে।