আজ রবিবার, আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে (ICC Women’s ODI World Cup Final) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। হরমনপ্রীত কউরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন দল শুধু ইতিহাস গড়তে চলেছে না, ট্রফি জিততে পারলেই ভারতীয় ক্রিকেট ইতিহাসে লিঙ্গ সমতার এক নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
সূত্রের খবর, যদি ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতে, তবে বিসিসিআই (BCCI) বোর্ডের তরফে পুরুষ দলের সমপরিমাণ অর্থ পুরস্কার দেওয়ার পরিকল্পনা করছে। অর্থাৎ, বিশ্বকাপ জিতলে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ সহ পুরো স্কোয়াড পেতে চলেছে ১২৫ কোটি টাকা!
লিঙ্গ সমতার এক যুগান্তকারী পদক্ষেপ
বিসিসিআই দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেটে লিঙ্গ সমতার লক্ষ্যে কাজ করছে। এর আগে ম্যাচ ফি-এর ক্ষেত্রে পুরুষ ও নারী ক্রিকেটে সমান বেতনের নীতি গ্রহণ করা হয়েছিল। এবার পারফরম্যান্স-ভিত্তিক পুরস্কারের ক্ষেত্রেও একই নীতির কথা বিবেচনা করা হয়েছে।
বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) পিটিআইকে বলেছেন:
“বিসিসিআই পুরুষ ও নারীদের জন্য সমান বেতন দেয়। তাই আলোচনা চলেছে যে, যদি আমাদের মেয়েরা বিশ্বকাপ জেতে, তবে পুরস্কারের পরিমাণ পুরুষ দলের বিশ্ব জয়ের পুরস্কারের চেয়ে কম হবে না।”
উল্লেখ্য, গত বছর রোহিত শর্মার নেতৃত্বাধীন দল টি২০ বিশ্বকাপ জেতার পর বিসিসিআই পুরো স্কোয়াডের জন্য ১২৫ কোটি টাকা বোনাস ঘোষণা করেছিল। মহিলা দল জিতলে তাদের জন্যও অনুরূপ ঘোষণা তাঁদের সাফল্য এবং ভারতীয় ক্রিকেটে তাঁদের অবদানের এক অভূতপূর্ব স্বীকৃতি হবে।
পুরস্কারের অঙ্ক দশগুণ বাড়ছে
২০১৭ সালে লর্ডসে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে ৯ রানে হেরে হৃদয় ভেঙেছিল ভারতীয় নারী দলের। সেই সময় প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছিল।
আট বছর পর এবার পুরস্কারের পরিমাণ বহু গুণ বৃদ্ধি পেয়েছে। যদি স্মৃতি মন্ধানা, রিচা ঘোষদের মতো তারকা পারফর্মারদের উজ্জ্বল প্রদর্শনে ভারতীয় নারীরা বিশ্বকাপ জিততে পারে, তবে প্রত্যেক ক্রিকেটারের পুরস্কারের অর্থ দশগুণ বেড়ে যেতে পারে, যা শুধু ভারতীয় ক্রিকেটে নয়, সামগ্রিকভাবে খেলাধুলোয় মেয়েদের জন্য এক নতুন যুগের সূচনা করবে।
এই জয় শুধু ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ শিরোপাই আনবে না, বরং আর্থিকভাবেও উঠতি ক্রিকেটারদের জন্য এক নতুন পথ দেখাবে। ট্রফি ও রেকর্ডিং-ব্রেকিং পুরস্কার জয়ের অপেক্ষায় এখন গোটা দেশ।