জীবনে ভাগ্য কখন কার ওপর কীভাবে মেহেরবান হয়, তা সত্যিই বলা মুশকিল। এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটল উত্তর ক্যারোলিনার ডারহামের এক বাসিন্দার সঙ্গে। স্রেফ চুল কাটার জন্য পারিশ্রমিক দিতে গিয়ে পকেটে টাকা না থাকার ‘ভুল’-ই তাঁকে রাতারাতি প্রায় ৮৯ লক্ষ টাকার মালিক করে দিল।
সেলুনে ঘটে গেল সেই ঘটনা
জানা গিয়েছে, সেদিন ওই ব্যক্তির তেমন কোনও কাজ ছিল না। তাই তিনি ঠিক করেন চুলটা কেটে ফেলা যাক। সেই মতো তিনি সেলুনে হাজির হন এবং চুলও কাটেন। কিন্তু টাকা দিতে গিয়ে তিনি দেখেন, তিনি খুচরো টাকা আনতেই ভুলে গেছেন!
অগত্যা তিনি দোকানের কেশশিল্পীকে জানান যে, তিনি টাকা তুলে এনে তাঁকে পারিশ্রমিক দিচ্ছেন। টাকা তুলতে কাছেই একটি মার্কেট প্লেসের দিকে বেরিয়ে যান তিনি।
‘কে যেন বললো টিকিট কাটতে’
লটারি সংস্থাকে ওই ব্যক্তি জানিয়েছেন, টাকা তুলতে যাওয়ার সময় তাঁর মনের মধ্যে কে যেন বললো একটি লটারির টিকিট কাটার জন্য। তিনি লটারির টিকিট কেটে ফেলেন।
এরপর চুল কাটার পারিশ্রমিক মিটিয়ে তিনি ফিরে আসেন নিজের গাড়িতে। সেখানে যখন তিনি লটারির ফলাফল জানার চেষ্টা করেন, তখন আনন্দে হতবাক হয়ে যান!
তিনি ১ লক্ষ ডলারের (Indian Rupee – প্রায় ৮৯ লক্ষ টাকা) লটারি জিতে গেছেন!
ওই ব্যক্তি বলেন, পকেটে যদি চুল কাটার টাকাটা থাকত, তাহলে হয়তো তিনি ওই মার্কেটেও যেতেন না এবং লটারির টিকিটও কাটা হত না। নিছক খুচরো না নিয়েই চুল কাটতে যাওয়াটা তাঁর ভাগ্য ঘুরিয়ে দিল।
এত টাকা নিয়ে তিনি কী করবেন, তা পরিষ্কার করে না বললেও, তিনি জানিয়েছেন যে তাঁর বেশ কয়েকটি ইচ্ছা আছে, যা তিনি এই টাকা দিয়ে পূরণ করতে চান।