বিশ্বজুড়ে সামরিক এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) অনিশ্চিত পদক্ষেপের দিকে আঙুল তুললেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (General Upendra Dwivedi)। তাঁর মতে, আগামিদিনে কী হতে চলেছে তা কেউ জানে না, বিশেষ করে ট্রাম্পের সিদ্ধান্তগুলি ভারতের জন্য অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
নিজের শহর মধ্যপ্রদেশের রেওয়ার শ্যাম শাহ মেডিক্যাল কলেজের একটি অনুষ্ঠানে গিয়ে দেশের সামনে থাকা সমস্যাগুলি নিয়ে মন্তব্য করেন সেনাপ্রধান।
ভারতের সামনে চারটি বড় চ্যালেঞ্জ
জেনারেল দ্বিবেদী দাবি করেন, বর্তমানে ভারত চারটি বড় সমস্যার মুখোমুখি। এর মধ্যে প্রথমেই আছে অনিশ্চয়তা এবং অস্পষ্টতা। এছাড়া তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তের সামগ্রিক পরিস্থিতির অস্থিরতা এবং জটিলতাকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে উল্লেখ করেন।
তাঁর কথায়:
“চারপাশের পরিস্থিতি খুবই দ্রুত বদলাচ্ছে। আগামিদিনে কী হতে চলেছে তা আমাদের জানা নেই। ট্রাম্প আজ কী করছেন এবং আগামিদিনে কী কী করবেন—কোনওটাই সহজে বোধগম্য নয়। তিনি নিজেও বিষয়টি জানেন না।”
তিনি আরও বলেন, এখন সমস্যা এত তাড়াতাড়ি আসছে যে একটি শেষ হওয়ার আগেই আরেকটি চলে আসছে। আন্তর্জাতিক সীমান্ত পরিস্থিতি, জঙ্গি হামলা এবং প্রাকৃতিক বিপর্যয়—সবকিছু সামাল দিতেই দেশের সেনাবাহিনী কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছে বলেও জানান সেনাপ্রধান।
‘মিথ্যা খবরের’ বিরুদ্ধেও লড়ছে সেনা
ভাষণের একটি অংশে সেনাপ্রধান জানান, এখন বিভ্রান্ত তথ্য বা মিথ্যা খবরের (Disinformation/Fake News) বিরুদ্ধেও সেনাবাহিনীকে লড়তে হচ্ছে।
এ প্রসঙ্গে তিনি ‘অপারেশন সিঁদুর’-এর উল্লেখ করেন। তিনি জানান, একটি সামরিক অপারেশন চলার সময় বিভিন্ন জায়গায় দ্রুত খবর ছড়িয়ে পড়েছিল যে ভারতীয় সেনাবাহিনী করাচিতে হামলা করেছে। অথচ এমন কোনো ঘটনাই ঘটেনি। সেনাপ্রধান বলেন, পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ভারতীয় সেনার তিন বাহিনীকে নিজেদের মধ্যে আরও বেশি করে সমন্বয় রেখে একসঙ্গে কাজ করতে হবে।
সেনাপ্রধানের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনৈতিক মহলে এবং সামরিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।