সিউড়িতে ফাঁকা কোচিংয়ে নারকীয় কাণ্ড! স্যার আসেননি, সেই সুযোগেই ছাত্রীকে ধর্ষণ, পকসো আইনে গ্রেফতার দুই নাবালক

টিউশন সেন্টারকে ব্যবহার করে ভয়াবহ অপরাধ! শুক্রবার সিউড়িতে এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হলো তার দুই সহপাঠী ছাত্রকে। ফাঁকা কোচিং সেন্টারে এই ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

সকাল ৭টায় ডেকে নিয়ে যায় অভিযুক্তরা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকাল ৮টা নাগাদ ওই নাবালিকার টিউশন টিচারের কাছে পড়ার কথা ছিল। কিন্তু অভিযোগ, ঘটনার দিন তার দুই সহপাঠী ছাত্র তাকে জানায় যে, স্যার সকাল ৭টাতেই পড়াবেন।

সেই মতো শুক্রবার সকাল ৭টা নাগাদ ওই নাবালিকা এবং দুই সহপাঠী ছাত্র কোচিং সেন্টারের অন্য এক শিক্ষকের কাছ থেকে চাবি নিয়ে সেন্টার খোলেন। অভিযোগ, সেই ফাঁকা কোচিং সেন্টারের সুযোগ নিয়েই দুই নাবালক ছাত্র ওই নাবালিকাকে ধর্ষণ করে।

⚖️ পকসো আইনে মামলা, হোমে থাকার নির্দেশ
শুক্রবার রাতেই নির্যাতিতা নাবালিকার পরিবারের পক্ষ থেকে সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ।

গ্রেফতার: নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই দুই নাবালক ছাত্রকে গ্রেফতার করে পুলিশ।

মামলা: ধৃতদের বিরুদ্ধে পকসো আইনের ৪ ও ৬ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বিচারকের নির্দেশ: শনিবার দুই নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হয়। সরকারি আইনজীবী অনিন্দ্য সিংহ জানান, বিচারক তাদের ১৪ দিনের জন্য হোমে রাখার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, নির্যাতিতা নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে (CWC) তোলা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে এবং খুব শীঘ্রই তার গোপন জবানবন্দি নেওয়া হবে।

📰 সীমান্তে চাঞ্চল্য: এসআইআর-এর ভয়েই কি ১১ বাংলাদেশি পালাচ্ছিল?
অন্যদিকে, ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পালানোর সময় বিএসএফের হাতে গ্রেফতার হলো ১১ বাংলাদেশি। বসিরহাটের স্বরূপনগর থানার তারালি সীমান্ত থেকে তাদের পাকড়াও করা হয়। ধৃতদের মধ্যে ৪ জন মহিলা, ৩ জন পুরুষ ও ৪ জন শিশু রয়েছে। তারা ভারতে বিভিন্ন জায়গায় কর্মসূত্রে বসবাস করত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই সময়ে এসআইআর (SIR) বা ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া চালু হওয়ায়, তারা কি সেই ভয়েই অবৈধভাবে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল?—এই প্রশ্ন উঠছে প্রশাসনিক মহলে।

এছাড়া, হলদিবাড়ি থেকেও একই দিনে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। এসআইআর চালু হওয়ার পরপরই এমন ঘটনায় সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy