সম্প্রতি দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশ এলাকায় বন্দুক দেখিয়ে সহপাঠীকে অপহরণের ঘটনার পর এবার ফিল্মি কায়দায় অপহরণের অভিযোগ উঠল মুর্শিদাবাদের শক্তিপুরে। তবে স্থানীয়দের খবর পেয়ে মুর্শিদাবাদ পুলিশের দ্রুত পদক্ষেপে মাত্র চার ঘণ্টার মধ্যে অপহৃত নাবালিকাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এই ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার মিল্কি গ্রামের বলিহারপাড়া গ্রামে।
অস্ত্র দেখিয়ে অপহরণ ও ঘরবন্দি
পরিবার সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম মহিদুল শেখ (৩৩), যিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। হাঁসুয়া ও ছুরি হাতে ওই ভারসাম্যহীন ব্যক্তি নাবালিকার বাড়িতে গিয়ে গলায় অস্ত্র ঠেকিয়ে তাকে অপহরণ করে। এরপর প্রায় চার ঘণ্টা ধরে সে নাবালিকাকে নিজের ঘরে ঘরবন্দি করে রাখে।
স্থানীয়রা জানান, তিন বছর আগেও একই ব্যক্তি নিজের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মারধর করেছিলেন। পরিবার যখন ওই নাবালিকাকে উদ্ধার করতে ব্যর্থ হয়, তখন তারা পুলিশকে খবর দেয়।
পুলিশের সাহসিকতায় দ্রুত উদ্ধার
খবর পেয়ে শক্তিপুর থানার এএসআই শফিকুল ইসলাম এবং তাঁর সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কর্মকর্তারা ঘরে ঢুকে দরজা ভেঙে সাহসিকতার সঙ্গে নাবালিকাকে উদ্ধার করেন। এরপর সার্কেল ইন্সপেক্টর দুর্গাপ্রসাদ মজুমদার বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন এবং অভিযুক্ত মহিদুল শেখকে গ্রেফতার করেন।
অতিরিক্ত নিরাপত্তার জন্য পরে ওই অভিযুক্তকে মানসিক চিকিৎসার জন্য বহরমপুর মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি পুলিশের দ্রুত পদক্ষেপের এবং সাহসিকতার প্রশংসা করেছেন স্থানীয়রা।