সাফল্য থেকে ওঁর মানবিকতাই এগিয়ে’, জন্মদিনে শাহরুখ খানকে বিশেষ বার্তা দিয়ে আবেগপ্রবণ হলেন গৌতম গম্ভীর

আজ ২ নভেম্বর, বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) জন্মদিন। এই বিশেষ দিনটিতে তাঁকে এক ঝলক দেখার জন্য অনুরাগীরা যেমন ভিড় জমিয়েছেন তাঁর বাড়ির বাইরে, তেমনই দেশ-বিদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রের তারকারা জানাচ্ছেন শুভেচ্ছা। সেই তালিকায় যুক্ত হলেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

দীর্ঘদিনের বন্ধু এবং কিং খানের আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টর গম্ভীর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শাহরুখকে আবেগঘন বার্তা দিয়েছেন।

গৌতম গম্ভীর লেখেন:

“আমাদের জীবনে চকচক করা সবথেকে উজ্জ্বল তারাকে জন্মদিনের শুভেচ্ছা। ওঁর সাফল্য থেকে কেবল ওঁর মানবিকতা চারুতাই এগিয়ে। অনেক অনেক ভালবাসা রইল।”

শাহরুখ-গম্ভীর সম্পর্ক
গম্ভীর এবং শাহরুখের সম্পর্ক বহুদিনের। গম্ভীর শুধু কেকেআর-এর হয়ে দীর্ঘ সময় অধিনায়কত্বই করেননি, তাঁর নেতৃত্বেই ফ্র্যাঞ্চাইজিটি দুইবার আইপিএল খেতাব জেতে। শাহরুখই ফের একবার গম্ভীরকে দলের মেন্টর হিসেবে ফিরিয়ে আনেন এবং তাঁর মেন্টরশিপেই কেকেআর তৃতীয় আইপিএল খেতাব জেতে। অতীতে শাহরুখকে বারংবার গম্ভীরের প্রশংসা করতে এবং তাঁর প্রতি নিজের ভালবাসা ও সম্মানের কথা বলতে শোনা গিয়েছে। এবার তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন গম্ভীর।

অন্যান্য ক্রিকেটারদের শুভেচ্ছা
গম্ভীর ছাড়াও ভারতীয় প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে সুরেশ রায়না এবং হরভজন সিংও শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

সুরেশ রায়না লেখেন, “শুভ জন্মদিন শাহরুখ ভাই। তোমার সঙ্গে দেখা করা এবং তুমি যে ইতিবাচক এনার্জিটা নিয়ে আস, সেটার সাক্ষী থাকাটা সবসময়ই অত্যন্ত আনন্দের। আমাদের সকলকে এভাবেই অনুপ্রাণিত করতে থাক।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy