সাইবার নিরাপত্তায় বড় পদক্ষেপ, নতুন মোবাইল ফোনে আগে থেকে ‘সঞ্চার সাথী’ অ্যাপ প্রি-ইন্সটল করার নির্দেশ কেন্দ্রের

সাইবার নিরাপত্তাকে শক্তিশালী করতে এবং হারানো মোবাইল উদ্ধারে গতি আনতে বড় পদক্ষেপ করল কেন্দ্রের মোদী সরকার। এবার থেকে নতুন মোবাইলগুলিতে আগে থেকেই টেলি যোগাযোগ মন্ত্রকের সাইবার সুরক্ষা সংক্রান্ত অ্যাপ ‘সঞ্চার সাথী’ (Sanchar Saathi) ইন্সটল করা থাকতে হবে।

মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকে নির্দেশ

সংবাদ সংস্থা সূত্রে খবর, কেন্দ্র সরকার এই মর্মে অ্যাপেল, স্যামসাং, শাওমি, ভিভো-সহ প্রথম সারির একাধিক মোবাইল প্রস্তুতকারী সংস্থাকে নির্দেশিকা পাঠিয়েছে।

  • ডিলিট করা যাবে না: কেন্দ্র নির্দেশ দিয়েছে, এমন ব্যবস্থা রাখতে হবে যাতে ব্যবহারকারীরা মোবাইল কেনার পরেও ওই অ্যাপটি ডিলিট করতে না পারেন

  • সময়সীমা: গত ২৮ নভেম্বরের নির্দেশিকায় মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকে ৯০ দিন সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নতুন মোবাইলগুলিতে অ্যাপটি আগে থেকে ইন্সটল থাকার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

  • পুরোনো ফোনে আপডেট: যে মোবাইলগুলি ইতিমধ্যে বাজারে চলে এসেছে, সেগুলোতেও সফটওয়্যার আপডেটের মাধ্যমে ওই সরকারি অ্যাপটি প্রবেশ করিয়ে দেওয়ার কথা বলেছে কেন্দ্র।

সঞ্চার সাথী অ্যাপের গুরুত্ব

চলতি বছরের শুরুতে প্রকাশিত এই অ্যাপটি মোবাইল ব্যবহারকারীদের সাইবার সুরক্ষার জন্য অত্যন্ত কার্যকারী বলে মনে করছে কেন্দ্র। এর মূল সুবিধাগুলো হলো:

  • হারানো মোবাইল উদ্ধার: সরকারি হিসেবে চলতি বছরে দেশে ৭ লক্ষেরও বেশি হারানো মোবাইল খুঁজে পেতে সাহায্য করেছে এই অ্যাপ। শুধু অক্টোবরেই প্রায় ৫০ হাজার হারানো মোবাইল উদ্ধারে অ্যাপটির সাহায্য পাওয়া গেছে।

  • সাইবার সুরক্ষা: মোবাইল ব্যবহারকারীদের সাইবার সুরক্ষা সংক্রান্ত পরিষেবা প্রদান করে।

অ্যাপেলের প্রতিক্রিয়া নিয়ে ধোঁয়াশা

তবে কেন্দ্রের এই নির্দেশিকা নিয়ে অ্যাপেলের পদক্ষেপ কী হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সূত্র অনুযায়ী, অ্যাপেল তাদের মোবাইলে শুধুমাত্র তাদের নিজস্ব অ্যাপই আগে থেকে ইন্সটল করে রাখে। কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ বিক্রির আগে ইন্সটল করা সংস্থার নিজস্ব অভ্যন্তরীণ নীতির পরিপন্থী। অতীতেও বিভিন্ন দেশের সরকারের এই ধরনের অনুরোধ অ্যাপেল প্রত্যাখ্যান করেছে বলে দাবি সূত্রের।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy