প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়ায় যে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল, তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) মাঠে নেমেই তার যোগ্য জবাব দিলেন ভারতের তরুণ বাঁহাতি পেসার অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। ৩৫ রানের বিনিময়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে তিনি শুধু ভারতকে সিরিজে সমতা ফেরাতেই সাহায্য করলেন না, ম্যাচ সেরার পুরস্কারও জিতে নিলেন।
কাজের অপেক্ষায় প্রস্তুত অর্শদীপ
দলে সুযোগ পাওয়ার অপেক্ষা প্রসঙ্গে অর্শদীপ জানান, তিনি সবসময় নিজেকে প্রস্তুত রেখেছিলেন। ম্যাচ শেষে তাঁকে বলতে শোনা যায়:
“আমি নিজের খেলা নিয়ে কাজকর্ম চালিয়ে যাচ্ছিলাম। নিজের দক্ষতায় আস্থা রেখেছিলাম এবং পরিকল্পনাগুলি যাতে সঠিক সময়ে সঠিকভাবে বাস্তবায়িত করতে পারি, তার অনুশীলন করছিলাম। সুযোগ পেলে দলের হয়ে অবদান রাখতে পেরে তো সবসময়ই ভাল লাগে।”
আক্রমণাত্মক বোলিংয়ে আনন্দ
অর্শদীপ জানান, তিনি আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিরুদ্ধে বল করতে উপভোগ করেন। যখন ম্যাট শর্ট এবং মার্কাস স্টোইনিসের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া ২০০ রানের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ৬৪ রানে ব্যাট করা স্টোইনিসকে আউট করে সাজঘরে ফেরত পাঠান তিনি।
ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক উইকেটশিকারী এই বোলার বলেন:
“কেউ যদি আক্রমণাত্মক ব্যাটিং করে, তাহলে তো তাঁকে আউট করারও সুযোগ থাকে। আর অপরদিকে বুমরার (Jasprit Bumrah) মতো একজন বোলিং করলে তো ব্যাটাররা আমার বিরুদ্ধেই বেশি করে আক্রমণ করতে যায়, যার ফলে আমার ক্ষেত্রে উইকেট নেওয়ার সুযোগও তৈরি হয়।”
ওয়াশিংটন সুন্দরের ভুল ও প্রায়শ্চিত্ত
অন্যদিকে, এই ম্যাচে বিতর্কের কেন্দ্রে ছিলেন ওয়াশিংটন সুন্দর। ছন্দে থাকা কুলদীপ যাদবের পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে তিনি ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করার সময় একটি সহজ ক্যাচ ফেলে দেন। যদিও ব্যাট হাতে সেই ভুল প্রায়শ্চিত্ত করেন তিনি। চাপের মুখে ৬ নম্বরে ব্যাট করতে নেমে ২৩ বলে অপরাজিত ৪৯ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে তিনি ভারতকে ৯ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতিয়ে সিরিজে ১-১ সমতা ফেরাতে সাহায্য করেন।
পাঁচ ম্যাচের এই টি-২০ সিরিজ এখন তিন ম্যাচের পর ১-১ এ দাঁড়িয়ে, যার ফয়সালা হবে বাকি দুই ম্যাচে।