‘সংসদে নাটক’ মন্তব্যে পাল্টা প্রশ্ন প্রিয়াঙ্কা গান্ধির, ‘দেশের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা যদি নাটক হয়, তবে সংসদ কিসের জন্য?’

লোকসভার শীতকালীন অধিবেশন শুরুর দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সংসদে নাটক করবেন না’ মন্তব্যের কড়া জবাব দিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি। সোমবার অধিবেশনের সূচনায় প্রধানমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্য করে ওই কটাক্ষ করেছিলেন। এর উত্তরে ওয়েনাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি প্রশ্ন তোলেন, দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা না হলে সংসদ কেন রয়েছে?

গুরুত্বপূর্ণ ইস্যুগুলি নিয়ে আলোচনা হোক

দিল্লির বায়ুদূষণ এবং এসআইআর-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা না হওয়ায় প্রিয়াঙ্কা পাল্টা প্রশ্ন তোলেন, “দিল্লির বায়ুদূষণ, এসআইআরের মতো ইস্যুগুলি গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের জন্য এগুলি অত্যন্ত উল্লেখযোগ্য। এগুলি আলোচনা হোক। তা না হলে সংসদ কীসের জন্য? এই ইস্যুগুলি সংসদে উত্থাপন করা বা সেই বিষয়ে বলা কখনও নাটক হতে পারে না। বরং, এই ইস্যুগুলি নিয়ে আলোচনা করতে না-দেওয়াই নাটক। মানুষের জন্য প্রাসঙ্গিক বিষয়গুলি নিয়ে বলতে না-দেওয়া নাটক।”

তিনি অভিযোগ করেন, “আজ জিরো আওয়ারে আমি দূষণের বিষয়টি তুলেছিলাম। কিন্তু আমাকে বলতে দেওয়া হয়নি। কেন?”

দিল্লির দূষণ ‘লজ্জাজনক’

দিল্লির ভয়াবহ বায়ুদূষণকে ‘লজ্জাজনক’ আখ্যা দেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, “দিল্লি আমাদের রাজধানী। দূষণ সমাধানে রাজনৈতিক মতানৈক্য দূরে সরিয়ে কিছু কঠোর পদক্ষেপ করা উচিত আমাদের। এভাবে আমাদের সন্তানরা কী করে বাঁচবে? একটি সমীক্ষা বলছে, রাজধানীতে ২২ লক্ষ এমন শিশু আছে, বায়ুদূষণের কারণে যাদের ফুসফুস মারাত্মক জখম হয়ে গিয়েছে। প্রবীণদের অনেকে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। হাসপাতালগুলি এই ধরনের অসুস্থ রোগীতে ভর্তি হয়ে গিয়েছে। আমরা এই সময় চুপ করে বসে থাকব?”

তিনি কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

কোনও বিষয়েই আলোচনা করতে চাইছে না সরকার

এদিন এসআইআর নিয়ে আলোচনার দাবিতে বিরোধীদের বিক্ষোভের জেরে বারবার লোকসভা মুলতুবি হয়। এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা গান্ধি বলেন, “সরকার যদি কোনও বিষয়েই আলোচনা করতে না-চায়, তাহলে হাউজ চলবে কী করে? আমরা যে ইস্যুগুলি উত্থাপন করছি, তার মধ্যে থেকে অন্তত একটা কোনও বিষয় তাঁরা শুনুন। যদি এসআইআর নিয়ে আলোচনা না-করতে চান, তাহলে নির্বাচনী সংস্কার অথবা অন্য কোনও বিষয় নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু তারা কোনও আলোচনাই করতে চাইছে না।”

প্রধানমন্ত্রীর আবহাওয়া উপভোগ করার মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী সবাইকে আবহাওয়া উপভোগ করতে বলেছেন। কিন্তু দিল্লিবাসীরা কী ধরনের আবহাওয়া উপভোগ করবেন? তিনি তাঁর গণ্ডির বাইরে বেরিয়ে একটু দেখুন। দেশজুড়ে কী হচ্ছে?”

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও প্রধানমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, “আজ বিহারের কাছে বিজেপির বিশাল দেনা রয়েছে। বিরোধীরা যে নাটকগুলি করে, আমরা তাদের রুখে দিই। সরকার যাতে তাদের লিখিত প্রতিশ্রুতিগুলি পূরণ করে, আমরা শুধু সেটা দাবি করি।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy