সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শিয়ালদহ স্টেশনে অভিনেত্রী কাঞ্চনা মৈত্রর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওটিতে তাকে পাওনা টাকা আদায় করতে গিয়ে এক ব্যক্তি ও মহিলার সঙ্গে হাতাহাতি করতে দেখা যায়। এই ঘটনায় নেটিজেনরা কাঞ্চনার সমালোচনায় মুখর হয়েছিলেন। তবে এবার জানা গেল, পুরো ঘটনাটিই ছিল একটি ছবির প্রচার কৌশল।
কাঞ্চনা মৈত্র নিজেই পুরো বিষয়টি সামনে এনেছেন। তিনি বলেছেন, শিয়ালদহ স্টেশনের ওই ঘটনাটি তার নতুন বাংলা ছবি ‘কপাল’-এর প্রচারের অংশ ছিল। এই ছবিটি আগামী ১৯ সেপ্টেম্বর মুক্তি পাবে। তিনি আরও বলেন, এই ঘটনায় যদি কারও মনে কষ্ট লাগে, তবে তিনি হাত জোড় করে ক্ষমা চাইছেন।
আসলে, কাঞ্চনা চেয়েছিলেন একটি পথনাটিকার মাধ্যমে দর্শকদের কাছে ছবির বার্তা পৌঁছে দিতে। কিন্তু তাদের এই প্রচার কৌশল হিতে বিপরীত হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর কাঞ্চনাকে প্রচুর নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে।
ছবিটির নাম ‘কপাল’। এর গল্প তৈরি হয়েছে ভাগ্যের পরিবর্তন নিয়ে। একজন জীবনযোদ্ধার গল্প বলবে এই ছবি। এখানে দেখানো হবে, টাকার জন্য জীবন, নাকি জীবনের জন্য টাকা? এই প্রশ্নের উত্তর খোঁজা হবে ছবিতে। কাঞ্চনা মৈত্র ছাড়াও ছবিতে অভিনয় করেছেন রাজা সরকার এবং সুকন্যা দত্ত।
এখন দেখার বিষয়, এই ধরনের বিতর্কিত প্রচার কৌশল ছবির ব্যবসায় কতটা প্রভাব ফেলে।