শিয়ালদহ শাখায় আরও দুটি এসি লোকাল, এবার সরাসরি বনগাঁ ও কৃষ্ণনগর

শিয়ালদহ থেকে নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের জন্য সুখবর! আগামী ৫ সেপ্টেম্বর থেকে শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এবং শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে আরও দুটি নতুন এসি লোকাল ট্রেন পরিষেবা শুরু হচ্ছে। এর ফলে শিয়ালদহ শাখা থেকে মোট তিনটি এসি লোকাল ট্রেন চলাচল করবে। নিত্যযাত্রীদের আরামদায়ক ভ্রমণের কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।


 

জেনে নিন নতুন এসি লোকালের সময়সূচী

 

১. রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ এসি লোকাল:

  • সকাল: রানাঘাট থেকে সকাল ৭টা ১১ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছবে সকাল ৭টা ৫২ মিনিটে। এরপর শিয়ালদহ পৌঁছবে সকাল ৯টা ৩৭ মিনিটে
  • সন্ধ্যা: শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছবে রাত ৮টা ৫ মিনিটে। এরপর রানাঘাট পৌঁছবে রাত ৮টা ৪১ মিনিটে

২. শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল:

  • সকাল: শিয়ালদহ থেকে সকাল ৯টা ৪৮ মিনিটে ছেড়ে কৃষ্ণনগর পৌঁছবে দুপুর ১২টা ৭ মিনিটে
  • দুপুর: কৃষ্ণনগর থেকে দুপুর ১টা ৩০ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে বিকেল ৩টে ৪০ মিনিটে

এই দুটি ট্রেনই রবিবার বাদে সপ্তাহের বাকি ছয় দিন চলাচল করবে।


 

যাত্রীদের সুবিধা

 

নতুন এই এসি লোকাল চালু হওয়ায় একাধিক সুবিধা পাবেন যাত্রীরা। বিশেষ করে, রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ রুটের ট্রেনটি বিমানযাত্রীদের জন্য খুবই উপকারী হবে। এই ট্রেনের যাত্রীরা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নেমে সহজেই নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছতে পারবেন, যা তাদের শিয়ালদহ পর্যন্ত যাওয়ার ঝামেলা কমিয়ে দেবে। অন্যদিকে, শিয়ালদহ-কৃষ্ণনগর রুটের এসি লোকালটি মায়াপুরের ইসকন মন্দির পরিদর্শনে আসা ভক্ত ও পর্যটকদের জন্য আরামদায়ক হবে।

পূর্ব রেলের শিয়ালদহ ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, গত ১১ আগস্ট শিয়ালদহ-রানাঘাট রুটে প্রথম এসি লোকাল চালু হওয়ার পর থেকে যাত্রীদের ব্যাপক সাড়া মিলেছে। এরপরেই অন্যান্য রুটেও এসি লোকাল চালুর আবেদন আসে। প্রথম এসি লোকালটির আসন সংখ্যা ২২৩২ হলেও অনেক দিনই যাত্রী সংখ্যা ৩৬২৬ ছাড়িয়ে গেছে। যাত্রীদের এই আগ্রহই রেলকে নতুন পরিষেবা চালু করতে উৎসাহিত করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy