রোমান্সের রাজা, বাংলার ‘ভাই’! ৬০-এ পা দিলেন শাহরুখ খান, এক্স হ্যান্ডেলে আবেগময় পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের

বলিউডের বাদশা এবং রোমান্সের রাজা শাহরুখ খানের আজ, ২ নভেম্বর ৬০তম জন্মদিন। দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ভক্তরা সকাল থেকেই ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের প্রিয় অভিনেতাকে। এই বিশেষ দিনে শাহরুখ খানের প্রতি বিশেষ বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রাত ১২টার আগেই ‘ভাই’কে মমতার শুভেচ্ছা
কলকাতা নাইট রাইডার্সের (KKR) ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে শাহরুখ খানের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও আন্তরিক। ২০১৪ সালে একটি অনুষ্ঠানে শাহরুখ খানকে ‘ভাই’ সম্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী এবং রাখি উৎসবের দিন নায়কের হাতে রাখিও বেঁধে দিয়েছিলেন তিনি।

সেই ভালোবাসার সূত্র ধরেই ২ নভেম্বর ঠিক রাত ১২টার এক মিনিটের আগে ‘ভাই’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্ট করেন মমতা।

শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন:

“আমার ভাই শাহরুখ খানের আজ জন্মদিন। তোমার অবদানে ভারতীয় ছায়াছবি আরও সমৃদ্ধ হোক। তোমার চলার পথ আরও বিস্তৃত হোক।”

ভক্তদের কাছে ‘নতুন বইয়ের পৃষ্ঠা’
৬০তম জন্মদিন হলেও শাহরুখ খানের ভক্তরা বয়সকে ছাপিয়ে গিয়ে তাঁদের ‘বাদশা’কে শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তদের কথায়, শাহরুখ হলেন “নতুন একটি বইয়ের পৃষ্ঠার মতো, যার থেকে কোনোদিনও নতুনের সেই গন্ধটা যায় না।” তাই অনেকেই ‘৬০তম’ জন্মদিন উল্লেখ না করে শুধু বলেছেন, ‘আজ বাদশার জন্মদিন’।

উল্লেখ্য, শাহরুখ খান যখন কিছুদিন আগে সিনেমা ‘কিং’-এর শুটিংয়ের সময় আহত হয়ে পেশিতে চোট পেয়েছিলেন এবং ডাক্তাররা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্টাগ্রামে দ্রুত সুস্থতা কামনা করে বার্তা পোস্ট করেছিলেন। এই পারস্পরিক শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক প্রায়শই শিরোনামে আসে।

ভারতীয় ছায়াছবিতে শাহরুখ খানের অবদান এবং তাঁর জাদুকরী ব্যক্তিত্ব আজও অটুট। তাঁর জন্মদিনে দেশ-বিদেশের কোটি কোটি ভক্ত তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy