রাস্তায় মদ্যপানের প্রতিবাদ করতেই বেহাল দশা! শিক্ষককে মারধর করল ৫ যুবক-যুবতী, ভাইরাল ফুটেজ

আবার সেই কামারহাটি! এবার রাস্তায় বসে মদ্যপানের প্রতিবাদ করায় এক শিক্ষককে বেধড়ক মারধর করল কিছু যুবক-যুবতী। এই ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডে। আক্রান্ত শিক্ষকের পরিবার বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।

আক্রান্ত শিক্ষকের নাম নিরুপম পাল, যিনি পেশায় একজন অঙ্কন শিক্ষক। দিনের বেলায় তিনি ৩১ নম্বর ওয়ার্ডের ননন্দনগর এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় তিনি রাস্তার পাশে ৮-৯ জন যুবক-যুবতীকে মদ্যপান করতে দেখেন।

নিরুপম বাবু এর প্রতিবাদ করলে, সেই দলের ৫-৬ জন মিলে তাঁর উপর হামলা চালায় এবং তাঁকে মারধর করে। মারধরের এই ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং সেই ফুটেজ এখন ভাইরাল হয়েছে। মারধরের ফলে নিরুপম পালের মুখ, চোখ ও মাথায় আঘাত লাগে এবং নাক দিয়ে রক্ত বের হয়।

নিরুপম পালের পরিবার বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। অভিযুক্তরা পলাতক বলে জানা গেছে এবং পুলিশ তাদের খোঁজে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেও কামারহাটিতে চাঁদা না দেওয়ায় এক যুবককে মারধরের অভিযোগ উঠেছিল। এবার প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় শিক্ষক আক্রান্ত হলেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy