রাত ১০টা থেকে ভোর ৬টা, ট্রেনে ঘুমানোর নিয়মেও পরিবর্তন! লোয়ার বার্থের যাত্রীদের জন্য রেলের নতুন নির্দেশিকা

ভারতীয় রেলওয়ে (Indian Railways) যাত্রীদের টিকিট বুকিং পদ্ধতিকে আরও সহজ ও যাত্রী-বান্ধব করতে একাধিক নতুন পদক্ষেপ করেছে। এর অংশ হিসেবেই দূরপাল্লার ট্রেনের লোয়ার বার্থ (Lower Berth) বুকিংয়ের নিয়মে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। বয়স্ক, গর্ভবতী মহিলা এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।

লোয়ার বার্থের জন্য নতুন ‘বিশেষ অপশন’
দূরপাল্লার ট্রেনে যাতায়াতের সময় বেশিরভাগ যাত্রীই লোয়ার বার্থ বা নীচের বার্থ সিট পছন্দ করেন। রেলের কম্পিউটারাইজড সিস্টেমে প্রবীণ ব্যক্তি (Senior Citizen) ও ৪৫ বছরের ঊর্ধ্বে মহিলা যাত্রীদের লোয়ার বার্থ বরাদ্দ করার ব্যবস্থা থাকলেও, অনেক সময় কাঙ্ক্ষিত আসন পাওয়া যেত না।

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই রেল এবার আরও একটি বিশেষ অপশন চালু করল:

নতুন সুবিধা: যাত্রীরা অনলাইনে টিকিট কাটার সময় একটি নতুন অপশন বেছে নিতে পারবেন— “বুক ওনলি ইফ লোয়ার বার্থ ইজ অ্যাভেলেবল”।

কার্যকারিতা: এর অর্থ হলো, শুধুমাত্র লোয়ার বার্থ ফাঁকা থাকলেই তবে সেই টিকিট বুক করা যাবে। অন্য বার্থ খালি থাকলে টিকিট বুক হবে না।

এর আগে টিকিট বুকিংয়ের সময় ‘প্রেফারেন্স অপশন’-এ লোয়ার বার্থ সিলেক্ট করার সুবিধা থাকলেও, অনেক সময়ই আপার বা মিডল বার্থের সিট বরাদ্দ হতো। নতুন এই অপশনটি সেই সমস্যা দূর করবে।

ঘুমের সময়সীমা এবং সাইড লোয়ারের নিয়ম
সংরক্ষিত অর্থাৎ রিজার্ভ কামরার যাত্রীদের জন্য ঘুম বা বিশ্রামের সময় নির্দিষ্ট করা হয়েছে:

বিশ্রামের সময়: রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত সময় নির্দিষ্ট থাকবে শুধুমাত্র যাত্রীদের বিশ্রাম নেওয়ার জন্য। এই সময় বার্থ তুলে রাখা যাবে না।

দিনের বেলায় বসা বাধ্যতামূলক: রাত ১০টার আগে এবং ভোর ৬টার পরে যাত্রীদের বসেই যেতে হবে।

সাইড লোয়ারের ক্ষেত্রে: সাইড লোয়ার বার্থের ক্ষেত্রে যদি আরএসি (RAC) বুকিং থাকে, তাহলে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত আপার বার্থের যাত্রী লোয়ার বার্থে বসার জন্য দাবি জানাতে পারেন না।

এছাড়াও, চলতি বছরের শুরুতেই টিকিট বুকিং পদ্ধতি আরও সহজ করতে ভারতীয় রেল ‘RailOne app’ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে সংরক্ষিত ও অসংরক্ষিত কামরার টিকিট কাটার সুবিধা পাওয়া যাবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy