পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে উচ্চপদস্থ আধিকারিকদের একটি বড় রদবদল করা হয়েছে। একটি সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যেখানে মোট ৫৭ জন পুলিশ কর্তা-কে এসডিপিও (SDPO) এবং এসিপি (ACP) স্তরে স্থানান্তরিত করা হয়েছে।এই রদবদলের তালিকায় রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পুলিশ কমিশনারেট এবং জেলা পুলিশ অন্তর্ভুক্ত রয়েছে:কমিশনারেট: ব্যারাকপুর, বিধাননগর, আসানসোল-দুর্গাপুর, চন্দননগর এবং হাওড়া।জেলা পুলিশ: সুন্দরবন, মুর্শিদাবাদ, বাঁকুড়া, আলিপুরদুয়ার ও দার্জিলিং।গুরুত্বপূর্ণ বদলিগুলির তালিকাবদলি হওয়া আধিকারিকদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম ও তাঁদের নতুন পদ:কর্মকর্তার নামপুরনো পদনতুন পদনতুন পোস্টিংতনয় চ্যাটার্জিএসিপি, ব্যারাকপুর কমিশনারেটএসডিপিওবিষ্ণুপুর মহকুমা, ডায়মন্ড হারবার পিডিপ্রসেনজিৎ দাসএসডিপিও, হাবড়া, বারাসাত পিডিএসডিপিওমন্দিরবাজার, সুন্দরবনদীপ কুমার দাসএসিপি, বিধাননগর কমিশনারেটএসডিপিওবনগাঁ পুলিশ জেলাইপ্সিতা দত্তপুলিশ আধিকারিক, আসানসোল-দুর্গাপুরএসিপিবিধাননগর কমিশনারেটপার্থ রঞ্জন মণ্ডলপুলিশ আধিকারিক, ব্যারাকপুর কমিশনারেটএসিপিহাওড়া কমিশনারেটপ্রশাসনিক ক্ষেত্রে দক্ষতা বাড়ানো এবং বিভিন্ন এলাকায় কাজের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যেই এই বড়সড় রদবদল করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Home
OTHER NEWS
রাজ্য পুলিশে বড় রদবদল, ৫৭ জন SDPO ও ACP স্তরের কর্তাকে বদলি, ব্যারাকপুর থেকে সুন্দরবন—কারা গেলেন কোথায়?
Related Posts
‘নিয়মিত নজরদারির অভাব’, ট্রাফিক মোড়ে বেপরোয়া বাসের তাণ্ডব! ছেলের শেষ যাত্রায় শোকে মুহ্যমান পরিবার
শীতে নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি সতর্কতা, চুরি-ডাকাতি দমনে খানাকুল জুড়ে ওসি সুমীর মুখার্জির নেতৃত্বে পুলিশের কড়া নজরদারি
১.৫ মিটার সমুদ্রস্তর বৃদ্ধি, অভিকর্ষের খেলা বদলে দিচ্ছে বিশ্বের মানচিত্র, কোটি কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা