রাজ্যের নয়া লোকায়ুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, মানবাধিকার কমিশনের শীর্ষে বহাল জ্যোতির্ময় ভট্টাচার্য

রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের পরবর্তী লোকায়ুক্ত হিসেবে নিযুক্ত হলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। তিনি প্রাক্তন বিচারপতি অসীম রায়ের স্থলাভিষিক্ত হলেন। একইসঙ্গে রাজ্য মানবাধিকার কমিশনের (WBSHRC) চেয়ারপার্সন পদে বহাল রাখা হল কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি (অবসরপ্রাপ্ত) জ্যোতির্ময় ভট্টাচার্যকে

সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ নবান্নে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আলোচনা সাপেক্ষে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি গৃহীত হয়।

নবনিযুক্ত লোকায়ুক্তের অভিজ্ঞতা

নবনিযুক্ত লোকায়ুক্ত রবীন্দ্রনাথ সামন্তের বিচারবিভাগীয় কর্মজীবন অভিজ্ঞতায় অত্যন্ত সমৃদ্ধ:

  • বিচার বিভাগীয় সেবা: ১৯৮৭ সালে বিচার বিভাগীয় সেবায় প্রবেশ করেন।

  • গুরুত্বপূর্ণ পদ: তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিভিল জজ (সিনিয়র ডিভিশন), এবং জেলা ও দায়রা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কলকাতা নগর দেওয়ানি আদালতের (City Civil Court) প্রধান বিচারকও ছিলেন।

  • কলকাতা হাইকোর্ট: হাইকোর্টের রেজিস্ট্রার (প্রশাসন) হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পর ২০২১ সালে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং ২০২৩ সালের ২৪ জুন অবসর গ্রহণ করেন।

বিচারব্যবস্থায় তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং স্বচ্ছ ভাবমূর্তির কথা বিবেচনা করেই রাজ্য সরকার তাঁকে লোকায়ুক্ত পদের জন্য মনোনীত করেছে।

বিরোধী দলনেতার অনুপস্থিতি

নিয়ম অনুযায়ী, এই উচ্চক্ষমতাসম্পন্ন নিয়োগ কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী, বিধানসভার স্পিকার এবং বিরোধী দলনেতার উপস্থিত থাকার কথা। নবান্ন সূত্রে জানা গেছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি এদিনের বৈঠকে গরহাজির ছিলেন। বিরোধী দলনেতার অনুপস্থিতি সত্ত্বেও সাংবিধানিক ও প্রশাসনিক প্রক্রিয়া মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

মুখ্যমন্ত্রীর এই বৈঠকে অনুমোদনের পর এখন অপেক্ষা শুধু রাজ্যপালের আনুষ্ঠানিক সিলমোহরের। ওয়াকিবহাল মহল মনে করছে, আগামী দিনগুলিতে রাজ্যের দুর্নীতি দমন ও মানবাধিকার রক্ষায় এই দুই অবসরপ্রাপ্ত বিচারপতির ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy