রাজ্যের নয়া লোকায়ুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, স্থির হল মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নামও

অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত হলেন রাজ্যের নয়া লোকায়ুক্ত। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, এই বৈঠকেই স্থির হয়, এবার থেকে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব সামলাবেন অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য

নয়া লোকায়ুক্তের পরিচিতি

নবনিযুক্ত লোকায়ুক্ত রবীন্দ্রনাথ সামন্তের রয়েছে দীর্ঘ বিচার বিভাগীয় কর্মজীবন:

  • কর্মজীবন: তিনি ১৯৮৭ সাল থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিভিল জজ (সিনিয়র ডিভিশন), জেলা ও দায়রা বিচারক এবং কলকাতার সিটি সিভিল কোর্টের প্রধান বিচারক পদ সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

  • হাইকোর্ট: বিচারপতি সামন্ত কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার হিসেবেও দায়িত্বে ছিলেন। তিনি ২০২১ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ২০২৩ সালের ২৪ জুন অবসর গ্রহণ করেন।

বৈঠকে অনুপস্থিত শুভেন্দু অধিকারী

বিধি মোতাবেক এই বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতার উপস্থিত থাকাটা রীতি হলেও, এদিনের বৈঠকে যোগ দেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্র জানায়, তাঁকে আমন্ত্রণ পাঠানো হয়েছিল।

সংবাদমাধ্যমের সামনে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “দুর্নীতিগ্রস্তদের সঙ্গে বৈঠকে বসার প্রশ্নই নেই। তাছাড়া, খগেন মূর্মূকে (বিজেপি সাংসদ) রক্তাক্ত দেখার পরে তো কোনও বৈঠকে যোগদান সম্ভব নয়।”

লোকায়ুক্ত কমিটির এই বৈঠকে সর্বজন গ্রাহ্য হিসাবে অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের নাম চূড়ান্ত করা হয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy