রাজস্থানে থার গাড়ির তাণ্ডব! বাইকে ৫ আরোহীকে ধাক্কা, ছাথি মাইল এলাকায় স্বামী-স্ত্রী-সহ ২ শিশুর মৃত্যু

বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার একই পরিবারের চারজন। শনিবার রাতে রাজস্থানের আলওয়ার জেলার সদর থানার অন্তর্গত ছাথি মাইল এলাকায় একটি মোটর সাইকেলকে দ্রুতগতিতে আসা একটি থার গাড়ি পিছন থেকে ধাক্কা মারলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন এবং পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী এবং তাঁদের দুই শিশুসন্তান (এক ভাগ্নীসহ)।

দুর্ঘটনার শিকার একই পরিবারের পাঁচজন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে একই পরিবারের ৫ জন সদস্য একটি বাইকে করে অনুষ্ঠান বাড়ি থেকে গ্রামে ফিরছিলেন। বাইকে ছিলেন মহেন্দ্র (৩৫), তাঁর স্ত্রী গুড্ডি (৩৩), তাঁদের ভাগ্নী পায়েল (৮) এবং ছেলে পূর্বাংশ (৩), এবং অপর এক শিশু।

মৃতদের পরিচয়: থার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে মোট চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন মহেন্দ্র, গুড্ডি, পায়েল এবং পূর্বাংশ।

আহত: গুরুতর আহত অবস্থায় মহেন্দ্রর মেয়ে খুশবুকে জয়পুরে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ: মৃতের আত্মীয় চরণ সিং জানান, ছাথি মাইলের কাছে একটি দ্রুতগামী কালো থার বাইকটিকে তীব্র গতিতে ধাক্কা মারে। ধাক্কা এতটাই তীব্র ছিল যে বাইকের সমস্ত আরোহী রাস্তা থেকে ছিটকে পড়েন।

চালকের খোঁজে পুলিশ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সদর থানার এএসআই বনসিলাল জানান, খবর পেয়ে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

পুলিশের পদক্ষেপ: ঘটনাস্থল থেকে থার এবং বাইকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।

পলাতক চালক: তবে দুর্ঘটনার পর থার গাড়ির চালক এখনও পর্যন্ত পলাতক। তাঁর খোঁজ চলছে।

সরকারের উদাসীনতা নিয়ে তোপ বিরোধী নেতার
ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়ে আলওয়ার জেলা হাসপাতালে পৌঁছন বিধানসভার বিরোধী নেতা টিকারাম জুলি। তিনি মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করে রাজ্যের সড়ক নিরাপত্তা নিয়ে সরকারের উদাসীনতা নিয়ে প্রশ্ন তোলেন।

টিকারাম জুলি বলেন, “একই পরিবারের ৪ জনের মৃত্যুর ঘটনায় আমি শোকাহত। রাজ্যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। কিন্তু, সরকার এই বিষয়ে উদাসীন। দুর্ঘটনাটি যেখানে ঘটেছে, সেখানে কোনও স্পিড ব্রেকার নেই, কোনও সাদা স্ট্রিপ নেই, এমনকী কোনও আলো নেই। সরকারের কাজ কেবল লোক দেখানো।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy