দিল্লির বিষাক্ত বাতাসের মারণ হাতছানি প্রকাশ্যে এল। ইনস্টিটিউট ফর হেল্থ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের (IHME) রিপোর্ট বলছে, ২০২৩ সালে শুধু রাজধানীতেই ১৭,১৮৮ জনের মৃত্যু হয়েছে সরাসরি বায়ুদূষণের প্রকোপে। এর অর্থ, দিল্লি ও সংলগ্ন এলাকায় হওয়া মোট মৃত্যুর প্রায় সাতটির মধ্যে একটির (১৪.২%) কারণ দূষণ। এই রিপোর্টে প্রকাশ, দিল্লির বাতাসে সূক্ষ্ম ধাতুকণার পরিমাণ (PM2.5) এবং অতি সূক্ষ্ম দূষক কণা দিনের পর দিন বাসিন্দাদের জন্য মৃত্যু ডেকে আনছে।
সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (CREA) একটি সমীক্ষা বলছে, ২০২৩ সালে দিল্লিতে মোট মৃত্যুর ১৫ শতাংশের জন্য দায়ী এই দূষণজনিত কারণ। রিপোর্টে স্পষ্টতই বলা হয়েছে, সাধারণত যে অসুখগুলি মানুষের স্বাস্থ্যঝুঁকি ডেকে আনে, যেমন— হাই ব্লাড প্রেসার, ডায়াবেটিস কিংবা হাই কোলেস্টেরল— তার থেকেও বহু গুণে বিপদের কারণ দিল্লির দূষণ মাত্রা।
মৃত্যুর কারণ হিসেবে দূষণই শীর্ষে: দূষণ কীভাবে অন্যান্য পরিচিত স্বাস্থ্যঝুঁকিকে ছাপিয়ে যাচ্ছে, তার একটি তুলনামূলক চিত্র রিপোর্টে তুলে ধরা হয়েছে:
বায়ুদূষণ: ১৭,১৮৮ জনের মৃত্যু
হাই ব্লাড প্রেসার: ১৪,৮৭৪ জন (মোট মৃত্যুর ১২.৫ শতাংশ)
হাই ব্লাড সুগার: ১০,৬৫৩ জন (৯ শতাংশ)
হাই কোলেস্টেরল: ৭,২৬৭ জন (৬ শতাংশ)
বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রতি বছর দিল্লিতে দূষণের মাত্রা বেড়েই চলেছে। এর ফলস্বরূপ বাসিন্দাদের মধ্যে অনিদ্রাঘটিত রোগ, ফুসফুসের অসুখ, হার্টের ব্যারাম, স্ট্রোক এবং হাঁপানির মতো প্রাণঘাতী অসুখের প্রকোপ বাড়ছে।