রাঁচিতে ‘কিং কোহলি’-র তাণ্ডব, সচিনের বিশ্বরেকর্ড গুঁড়িয়ে দিলেন বিরাট!

আন্তর্জাতিক ক্রিকেটে আরও একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচেই ব্যাট হাতে রানের ফুলঝুরি ছোটালেন ‘কিং কোহলি’। ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে ছক্কা-চারের বন্যায় ১০৯ বলে ১৩৫ রানের এক ধ্বংসাত্মক ইনিংস উপহার দিলেন তিনি।

এই ইনিংসে বিরাটের ব্যাট থেকে এসেছে ১১টি চোখ ধাঁধানো চার ও ৭টি বিশাল ছক্কা। তাঁর এই ইনিংস শুধু দলের স্কোরবোর্ডকেই মজবুত করেনি, বরং ক্রিকেট ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করেছে।

৫২তম সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড কোহলির

এই ম্যাচে শতরানের মধ্যে দিয়ে কোহলি তাঁর ৫২তম আন্তর্জাতিক সেঞ্চুরি পূর্ণ করলেন। এর মাধ্যমেই তিনি একটি বিশেষ মাইলফলক স্পর্শ করেছেন, যা এতদিন ছিল ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকরের দখলে।

টেস্ট, ওডিআই, টি২০ — এই তিনটি ফর্ম্যাটের মধ্যে কোনো একটি ফর্ম্যাটে সর্বাধিক ৫২টি শতরানের মালিক হিসেবে নিজের নাম খোদাই করলেন কোহলি। এর আগে কেবল টেস্ট ফর্ম্যাটেই ‘লিটল মাস্টার’ শচীন ৫১টি সেঞ্চুরি করেছিলেন। তাঁকে টপকে গিয়ে বিরাট বুঝিয়ে দিলেন, কেন তাঁকে আধুনিক ক্রিকেটের সেরা ব্যাটসম্যান বলা হয়।

ফ্যান মোমেন্ট: নিরাপত্তা বেষ্টনী ভেঙে ‘সাষ্টাঙ্গ প্রণাম’!

বিরাট কোহলি সেঞ্চুরি পূর্ণ করার পরই মাঠে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। নিরাপত্তার বেড়াজাল ভেঙে এক অনুরাগী সোজা দৌড়ে কোহলির পায়ের কাছে চলে আসেন। একেবারে মাটিতে লুটিয়ে পড়ে সাষ্টাঙ্গ প্রণাম করেন তিনি।

এই ঘটনার ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে ওঠেন নিরাপত্তা রক্ষীরা। ভক্তটিকে কুস্তির কায়দায় জাপ্টে ধরে মাঠ থেকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়।

রোকো ম্যাজিক: রোহিতও গড়লেন বিশ্বরেকর্ড!

 

এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে কেএল রাহুলের নেতৃত্বাধীন ভারত। শুরুতে যশস্বী জয়েসওয়াল দ্রুত আউট হলেও, এরপরই ক্রিজে ঝড় তোলেন দুই সিনিয়র তারকা — বিরাট কোহলি ও রোহিত শর্মা।

‘হিটম্যান’ রোহিত শর্মা ৫১ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসে তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কার বিশ্ব রেকর্ড ভেঙে দেন। পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে টপকে গিয়ে এই নজির গড়েন তিনি। কোহলি ও রোহিতের এই দুর্দান্ত জুটিতে ফ্যানেরা ফিরে পান তাঁদের প্রিয় ‘ভিনটেজ কোহলি’-কে। দর্শকেরা এই ‘রোকো’ জুটির পারফরম্যান্সে পুরোপুরি ‘পয়সা উসুল’ করে নিয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy