রবীন্দ্রচেতনায় সাম্প্রদায়িক হামলা! ৪ নভেম্বর রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক সিপিএম-এর, কী বললেন মহম্মদ সেলিম-সৃজন ভট্টাচার্য?

বঙ্গভঙ্গের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা কালজয়ী গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি…’ গাওয়ার অপরাধে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) নির্দেশে এক কংগ্রেস নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার (Sedition) ধারায় মামলা রুজু হওয়ার ঘটনায় জাতীয় রাজনীতিতে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবার রাজ্যজুড়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করল সিপিএম (CPM) এবং তার সহযোগী গণসংগঠনগুলি।

রাজ্যজুড়ে ‘আমার সোনার বাংলা’ গেয়ে প্রতিবাদ
সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ঘোষণা করেছেন, অসম সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে আগামী ৪ নভেম্বর রাজ্যের সর্বত্র যৌথ প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।

প্রতিবাদের সময়সূচি:

“আগামী ৪ নভেম্বর রাজ্যের সর্বত্র দুপুর ২টোয় এবং সন্ধ্যা ৭টায় একসঙ্গে ‘আমার সোনার বাংলা’ গান গেয়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। বিভিন্ন সংগঠনের উদ্যোগে স্কুল, পাড়া ও সামাজিক মিলনস্থলগুলিতে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এতে শামিল হবেন।”

রবীন্দ্রচেতনায় ‘সাম্প্রদায়িক হামলা’
সিপিএম-এর ছাত্র সংগঠন এসএফআই-এর সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন।

সৃজন ভট্টাচার্য বলেন:

“রবিঠাকুরের ‘আমার সোনার বাংলা’ গাওয়ায় রাষ্ট্রদ্রোহিতার ধারা! বিজেপির পক্ষেই সম্ভব… এই গানটি একটা গোটা জাতির, পৃথিবীর সমস্ত প্রান্তের সমস্ত বাংলাভাষী মানুষের প্রাণের গান। বাংলা-বিদ্বেষী বিজেপির গাত্রদাহ স্বাভাবিক… এপারে বিজেপি হল হিন্দুধর্মের জামা পরা রাজাকার। ওপারে জামাত হল ইসলামের জামা পরা বজরঙ দল। এদের দু’জনেরই কমন শত্রু রবীন্দ্রনাথ, নজরুল।”

তিনি আরও অভিযোগ করেন, অসম ও উত্তরপ্রদেশে বিজেপি সরকার অতীতেও রবীন্দ্রনাথের লেখাকে সিলেবাস থেকে বাদ দিয়েছে।

শিক্ষক সংগঠন এবিটিএ-র সাধারণ সম্পাদক সুকুমার পাইন জানিয়েছেন, তাঁরা আরএসএস ও বিজেপি’র পরিকল্পিত রবীন্দ্র-আক্রমণের প্রতিবাদে আগামী মঙ্গলবার টিফিন পিরিয়ডে রাজ্যের সব স্কুলে ছাত্র-ছাত্রীদের সমবেত রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করার ডাক দিয়েছেন।

পবিত্র সরকার, সব্যসাচী চক্রবর্তী, দেবজ্যোতি মিশ্র-সহ বহু বিশিষ্ট বুদ্ধিজীবীও যৌথ আবেদনে বলেছেন, “তাঁরা (বিজেপি) বিশ্বকবির যে যে গান নিষিদ্ধ করেছেন, সেই গান-ই অস্ত্র হোক।” এই ঘটনাকে তাঁরা বাঙালি মনীষীদের ধারাবাহিকভাবে অবমাননার চেষ্টা হিসেবে দেখছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy