প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর চিন সফরের সময় ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে তার মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন যে, সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নেওয়ার পর এখন পরিস্থিতি শান্ত আছে। অন্যদিকে, কংগ্রেস এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে।
প্রধানমন্ত্রীর বক্তব্য
সাংহাই কোঅপরেশন সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিনের রাষ্ট্রপতি শি জিনপিং-এর সঙ্গে দেখা করেন। সেখানে তিনি বলেন, “দ্বিপাক্ষিক বিশ্বাস, সম্মান এবং সংবেদনশীলতার উপর ভিত্তি করে আমরা চিনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চাই।” তিনি আরও উল্লেখ করেন যে, গত বছর কাজানে দুই নেতার মধ্যে হওয়া আলোচনার কারণে দুই দেশের সম্পর্কের উন্নতি হয়েছে।
জিনপিংও মোদীর কথার প্রতিধ্বনি করে বলেন, গত বছর কাজানে তাদের দীর্ঘ আলোচনার ফলে ভারত-চিন সম্পর্ক আবার ভালো দিকে ফিরেছে।
কংগ্রেসের সমালোচনা
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ বলেন, “২০২০ সালে গালওয়ানে চিনা আক্রমণের পরেও মোদী সরকার চিনকে ক্লিন চিট দিচ্ছে।” তিনি আরও বলেন, দেশের সেনাপ্রধান যখন সীমান্তে স্থিতিশীলতা পুরোপুরি ফিরিয়ে আনার কথা বলছেন, তখন মোদী সরকার চিনের আগ্রাসনকে উপেক্ষা করে তাদের সঙ্গে আবার বন্ধুত্ব করতে চাইছে।
বর্তমানে ভারত-চিন সীমান্তে প্রায় ৫০-৬০ হাজার সৈন্য মোতায়েন রয়েছে। এই পরিস্থিতিতে মোদীর ‘সংযোগ বিচ্ছিন্ন’ এবং ‘শান্তি’র দাবি করাকে অনেকে বাঁকা চোখে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মন্তব্যের কারণে সরকারের উপর আরও চাপ বাড়তে পারে।
এই ঘটনাটি প্রমাণ করে, ভারত ও চিনের মধ্যে সম্পর্ক কতটা জটিল এবং এই বিষয়ে যেকোনো মন্তব্য রাজনৈতিক অঙ্গনে বড় বিতর্কের জন্ম দিতে পারে।