মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার পাটামারী এলাকায় রেলগেট স্থাপনের দীর্ঘদিনের দাবি আবারও মর্মান্তিক দুর্ঘটনার কেন্দ্রে। শুক্রবার সকালে ট্রেনের ধাক্কায় স্থানীয় বাসিন্দা জীবন সরকার (বয়স আনুমানিক) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পাটামারী গ্রামেই তাঁর বাড়ি।
মন্দিরের অনুষ্ঠান দেখে আর বাড়ি ফেরা হলো না
স্থানীয় সূত্রে জানা যায়, পাটামারী গ্রামের এক পাশে বসতি এবং অন্য পাশে রয়েছে স্কুল ও মন্দির। বৃহস্পতিবার রাতে ওই মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান দেখে শুক্রবার ভোরে বাড়ি ফিরছিলেন জীবন সরকার। রেললাইন পার হওয়ার সময় ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং তাঁর মৃত্যু হয়।
দীর্ঘদিনের দাবি উপেক্ষিত: ক্ষুব্ধ এলাকাবাসী
এই ঘটনার পর পাটামারী সহ সাতডাঙ্গাপাড়া ও আশেপাশের একাধিক গ্রামের বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের প্রধান অভিযোগ:
-
দীর্ঘদিনের দাবি: বহু বছর ধরে এই স্থানে রেলগেট বা ফ্লাইওভারের দাবি জানানো হলেও তা উপেক্ষিত।
-
বিপদের ঝুঁকি: এই রেললাইন পার হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। তাঁদের দাবি, এর আগেও এই এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে।
-
স্থানীয়দের প্রশ্ন: এলাকাবাসীর দাবি, “রেলগেট থাকলে হয়ত জীবন বাঁচত। প্রতিদিনই আমরা প্রাণ হাতে নিয়ে এই লাইন পার হই।”
তাঁরা মনে করেন, রেলগেট না থাকার কারণেই বারবার এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটছে।
জিআরপি-র তৎপরতা
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন জিআরপি-র (GRP) ওসি। জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠায়। শুক্রবার দুপুরে ময়নাতদন্তের পর জীবনের মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় মৃতের পরিবার সহ গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।