‘মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ আছে’! অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বাঁচাতে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ, বিস্ফোরক সুকান্ত

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও রাজ্য পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ডঃ সুকান্ত মজুমদার (Dr. Sukanta Majumdar)। রবিবার এক্স (X) হ্যান্ডেলে নথি-সহ এই অভিযোগ তুলে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন।

এক্সবার্তায় কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ
ডঃ সুকান্ত মজুমদার তাঁর পোস্টে লেখেন:

“দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত বংশীহারী থানায় দুইজন বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে বারবার লিখিত অভিযোগ পত্র দেওয়া সত্ত্বেও রাজ্য পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না!”

তিনি দাবি করেন, অভিযোগকারী ব্যক্তি যথেষ্ট প্রামাণ্য নথি (অভিযুক্ত ব্যক্তিদের বাংলাদেশের সচিত্র পরিচয়পত্র) দিলেও পুলিশের অবস্থান একেবারেই নির্বিকার।

পুলিশি নিষ্ক্রিয়তার কারণ: ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ’
পুলিশের নিষ্ক্রিয়তার কারণ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন। তিনি বলেন, এর কারণ একটাই—

“ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, কোনও অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে যেন ব্যবস্থা না নেওয়া হয়। দেশের প্রকৃত নাগরিকদের নিরাপত্তা, দেশের অভ্যন্তরীণ সুরক্ষা চুলোয় গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন স্রেফ অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট! কারণ এরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ভোট ব্যাঙ্ক।”

বিরোধী দল বিজেপি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, তৃণমূল সরকার রাজ্যের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে তাদের ‘ভোট ব্যাঙ্ক’ হিসেবে ব্যবহার করছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের এই নথি-সহ সরাসরি অভিযোগ সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। এই ঘটনা নিয়ে রাজ্য পুলিশ বা শাসকদল তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy