মহিলা ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ইতিহাস গড়লেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। রবিবার নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেই অল্পের জন্য অর্ধশতরান (৪৫ রান) হাতছাড়া হলেও, তিনি টুর্নামেন্টের ইতিহাসে এক অবিস্মরণীয় রেকর্ড গড়লেন।
মিতালি রাজকে টেক্কা দিয়ে চূড়ায় স্মৃতি
চলতি টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা স্মৃতি মন্ধানা বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত ৪৩৪ রান ঝুলিতে পুরেছেন। এই রান তাঁকে ভারতীয় মহিলা ব্যাটারদের মধ্যে এক বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রাহকের আসনে বসিয়েছে।
স্মৃতির রেকর্ড: ৪৩৪ রান (২০২৫ বিশ্বকাপ)।
মিতালির রেকর্ড: এর আগে এই রেকর্ডটি ছিল প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের (Mithali Raj) দখলে, যিনি ২০১৭ সালে ৪০৯ রান করেছিলেন।
অন্যান্যরা: এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পুণম রাউত (২০১৭ বিশ্বকাপে ৩৮১ রান) এবং চতুর্থ স্থানে আছেন হরমনপ্রীত কৌর (২০১৭ বিশ্বকাপে ৩৫৯ রান)।
ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয় মহিলা ব্যাটারদের মধ্য়ে সর্বাধিক ১৩টি শতরানও রয়েছে স্মৃতির ঝুলিতে।
টস ও পিচ বিশ্লেষণ
ফাইনালে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন লরা ওলভার্দাট টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য হলেও, গত কয়েক ঘণ্টায় অবিরাম বৃষ্টির কারণে টস ও ম্যাচের শুরু অনেকটাই পিছিয়ে যায়।
পিচ রিপোর্টে জানানো হয়েছে, এই ২২ গজে পেস ও বাউন্স থাকার কারণে নতুন বলে পেস বোলাররা সুবিধা পাবেন এবং হাওয়ায় স্যুইং করানোর সম্ভাবনা থাকছে। এখনও পর্যন্ত এই পিচে পড়া ৪৫ উইকেটের মধ্যে ২৯টিই নিয়েছেন পেসাররা।
বৃষ্টির কারণে ম্যাচের শুরু পিছিয়ে যাওয়ায়, এখন দেখার বিষয় প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় মহিলা ক্রিকেট দল ফাইনালের মঞ্চে কত রান বোর্ডে তুলতে পারে।